
জেলা প্রতিনিধি, লালমনিরহাট

বাংলাদেশ সীমান্তের কাছাকাছি এলাকায় সম্প্রতি তিনটি সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত। এ ঘটনায় লালমনিরহাটের সীমান্তবর্তী গ্রামগুলোর বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। এমন পরিস্থিতিতে সীমান্তে টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাশাপাশি স্থানীয়দের কোনো ধরনের উসকানি কিংবা গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশের সীমান্তের কাছে ভারত তিনটি নতুন ঘাঁটি স্থাপন করেছে বলে খবর বের হয়। সেসব ঘাঁটিতে নানা ধরনের আধুনিক অস্ত্র মোতায়েন করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে এসব প্রতিবেদনে। এরপর থেকে বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলে উদ্বেগ ছড়িয়ে পড়ে।
দহগ্রামের সরকারপাড়া এলাকার সীমান্তসংলগ্ন গ্রামের বাসিন্দা মনির উদ্দিন বলেন, এসব ঘাঁটি সীমান্তে নজরদারি শক্তিশালী করা, কৌশলগত দুর্বলতা শোধন করা এবং দ্রুত পাল্টা হামলার জন্য ঘাঁটি করা হয়েছে। এ কারণে বাংলাদেশ অংশে সীমান্তবর্তী গ্রামগুলোতে আতঙ্ক দেখা দিয়েছে।
দহগ্রাম সংগ্রাম কমিটির সম্পাদক রেজানুর রহমান রেজা জানান, শুনেছি বাংলাদেশ সীমান্তের ওপারে ভারত তিনটি সেনা ঘাঁটি স্থাপন করেছে। সেখানে আকাশপথ সুরক্ষার জন্য বিভিন্ন যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র ইউনিট ও বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষাব্যবস্থা মোতায়েন রয়েছে। ফলে সীমান্তের গ্রামগুলোর মানুষের মাঝে এক অজানা আতঙ্ক বিরাজ করছে।
সীমান্তের অধিবাসী দোলোয়ারে হোসেন বলেন, সীমান্ত গ্রামের মানুষের মনে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। সীমান্ত এলাকায় আমাদের এমনিতেই একের পর এক নানা সমস্যার মধ্য দিয়ে বসবাস করতে হয়। আর এখন তো সেটা আরো বেড়েছে। পুরো রাত আমাদের ভয়ে ভয়ে থাকতে হয়।
সার্বিক বিষয়ে লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, বাংলাদেশ সীমান্তের ওপারে ভারতের তিন সেনা ঘাঁটি স্থাপনের বিষয়টি তাদের অভ্যন্তরীণ ব্যাপার।
আমাদের কথা হলো, কোনো ধরনের গুজবে কান দেবেন না। একটি মহল সীমান্ত পরিস্থিতি অশান্ত করার পাঁয়তারা করছে। সীমান্তে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যরা সব সময় সতর্ক অবস্থায় রয়েছে। সীমান্তে বিজিবি টহল জোরদার করা হয়েছে।

বাংলাদেশ সীমান্তের কাছাকাছি এলাকায় সম্প্রতি তিনটি সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত। এ ঘটনায় লালমনিরহাটের সীমান্তবর্তী গ্রামগুলোর বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। এমন পরিস্থিতিতে সীমান্তে টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাশাপাশি স্থানীয়দের কোনো ধরনের উসকানি কিংবা গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশের সীমান্তের কাছে ভারত তিনটি নতুন ঘাঁটি স্থাপন করেছে বলে খবর বের হয়। সেসব ঘাঁটিতে নানা ধরনের আধুনিক অস্ত্র মোতায়েন করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে এসব প্রতিবেদনে। এরপর থেকে বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলে উদ্বেগ ছড়িয়ে পড়ে।
দহগ্রামের সরকারপাড়া এলাকার সীমান্তসংলগ্ন গ্রামের বাসিন্দা মনির উদ্দিন বলেন, এসব ঘাঁটি সীমান্তে নজরদারি শক্তিশালী করা, কৌশলগত দুর্বলতা শোধন করা এবং দ্রুত পাল্টা হামলার জন্য ঘাঁটি করা হয়েছে। এ কারণে বাংলাদেশ অংশে সীমান্তবর্তী গ্রামগুলোতে আতঙ্ক দেখা দিয়েছে।
দহগ্রাম সংগ্রাম কমিটির সম্পাদক রেজানুর রহমান রেজা জানান, শুনেছি বাংলাদেশ সীমান্তের ওপারে ভারত তিনটি সেনা ঘাঁটি স্থাপন করেছে। সেখানে আকাশপথ সুরক্ষার জন্য বিভিন্ন যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র ইউনিট ও বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষাব্যবস্থা মোতায়েন রয়েছে। ফলে সীমান্তের গ্রামগুলোর মানুষের মাঝে এক অজানা আতঙ্ক বিরাজ করছে।
সীমান্তের অধিবাসী দোলোয়ারে হোসেন বলেন, সীমান্ত গ্রামের মানুষের মনে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। সীমান্ত এলাকায় আমাদের এমনিতেই একের পর এক নানা সমস্যার মধ্য দিয়ে বসবাস করতে হয়। আর এখন তো সেটা আরো বেড়েছে। পুরো রাত আমাদের ভয়ে ভয়ে থাকতে হয়।
সার্বিক বিষয়ে লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, বাংলাদেশ সীমান্তের ওপারে ভারতের তিন সেনা ঘাঁটি স্থাপনের বিষয়টি তাদের অভ্যন্তরীণ ব্যাপার।
আমাদের কথা হলো, কোনো ধরনের গুজবে কান দেবেন না। একটি মহল সীমান্ত পরিস্থিতি অশান্ত করার পাঁয়তারা করছে। সীমান্তে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যরা সব সময় সতর্ক অবস্থায় রয়েছে। সীমান্তে বিজিবি টহল জোরদার করা হয়েছে।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল লতিফ শাহ’র নির্দেশে এসআই মো. রমজান আলী ও এসআই মো. মনিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। পরে রংপুর কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়।
৯ মিনিট আগে
অভিযোগ সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলা সহ বেশ কিছু মামলা থাকায় গত এক বছর যাবৎ সাঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কোন কার্যক্রমে অংশগ্রহণ করেন না। দীর্ঘদিন তিনি পলাতক থাকায় দিন দিন নাগরিক সেবা থেকে বঞ্চিত হতে থাকেন এলাকার লোকজন।
২৪ মিনিট আগে
আমার সম্পর্কে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মনগড়া, অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত। আমার সামাজিক, রাজনৈতিক ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ণ করার জন্য একটি মহল ষড়যন্ত্রমূলকভাবে এই মিথ্যা সংবাদটি প্রচার করেছে।
১ ঘণ্টা আগে
বৃত্তিকে ছোট জিনিস মনে করা হলেও ভবিষ্যতের জন্য এর ব্যাপকতা ও বিশালতা অনেক বড়। এর ফলে শিক্ষার্থীরা ভবিষ্যতে আরো উন্নতি করবে এবং সফল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য অনুপ্রাণিত হবে।
১ ঘণ্টা আগে