আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দেশকে অস্থির করতে পেছন থেকে ষড়যন্ত্র হচ্ছে: মির্জা ফখরুল

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও

দেশকে অস্থির করতে পেছন থেকে ষড়যন্ত্র হচ্ছে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ এখন একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। নানা ধরনের কথাবার্তা উঠছে, বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, আন্দোলন হচ্ছে। কেন জানি মনে হচ্ছে, দেশকে অস্থির করে তুলতে পেছন থেকে কেউ কেউ ষড়যন্ত্র করছে। এসময়ে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে, যেন দেশ আবার কোনো অন্ধকারের দিকে চলে না যায়।

বিজ্ঞাপন

রোববার দুপুরে ঠাকুরগাঁওয়ের মানবকল্যাণ পরিষদে আয়োজিত আলেম-ওলামাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন খুবি গুরুত্বপূর্ণ, এই নির্বাচনকে ভাঙার চেষ্টা করা হচ্ছে, সেটা যেন কেউ করতে না পারে সেটা আমাদের খেয়াল রাখতে হবে।

তিনি আরো বলেন, আমাদের সম্পর্কে অনেকে অনেক কথা বলে ভুল বোঝানোর চেষ্টা করে, কিন্তু আমরা একটা কথা পরিষ্কার করে বলতে চাই-আমরা এই দেশে শতকরা ৯০ ভাগ মানুষ মুসলমান, আমাদের ধর্ম বোধ, আমাদের সংস্কৃতিকে রক্ষা করার জন্য আমরাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি। আমরা অঙ্গীকারবদ্ধ কোরআন-সন্নাহর বাইরে কোনো আইন করা হবে না।

এটি আমার শেষ নির্বাচন উল্লেখ করে মহাসচিব বলেন, আমাকে আপনারা সহযোগিতা করবেন। ৬ বছর কারাগারে থেকে মুক্ত হয়েছেন বেগম জিয়া। তিনি হাসপাতালে অসুস্থ, তার জন্য দোয়া করবেন।

এসময় তিনি আলেম-ওলামাদের কাছে ভোট চেয়েছেন। সেই সাথে অসুস্থ বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চান ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন