সারের কৃত্রিম সংকট তৈরি করছে অসাধু ব্যবসায়ী, বিপাকে কৃষক

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ১৭: ৩১
আপডেট : ২০ আগস্ট ২০২৫, ১৭: ৪৮

ঠাকুরগাঁওয়ে প্রায় শেষের দিকে আমন রোপণের কাজ। মাঠে মাঠে এখন পানি, সার ও পরিচর্যার কাজে ব্যস্ত সময় পার করছে কৃষক। এ অবস্থায় রাসায়নিক সারের কৃত্রিম সংকট তৈরি করছে এক শ্রেণীর অসাধু সার ব্যবসায়ী। একের পর এক এলাকায় অবৈধ ভাবে পরিবহনের সময় স্থানীয় কৃষক সার আটক করছে। কৃষি বিভাগ বলছে মনিটরিং জোরদার করা হয়েছে ।

গত মঙ্গলবার মধ্য রাতে অবৈধ ভাবে নিয়ে আসা ঢাকা (মোট্রো ১২১৬২৮) নম্বর রাসায়নিক সার বোঝাই একটি ট্রাক আটক করেছে সাধারণ জনগণ। রাত দেড় টায় সদর উপজেলার রায়পুর ইউনিয়নের দেহন ময়দান বাজারে ট্রাকটি আটক করা হয়। পরে পুলিশ এসে জব্দ করে।

বিজ্ঞাপন

কৃষকদের অভিযোগ, সিন্ডিকেটকারীরা সারের সংকট তৈরি করার কারণে ডিলারদের কাছে চাহিদা মতো সার না পেয়ে বাড়তি দামে খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে সার কিনতে হচ্ছে। এতে জেলায় সার সংকটের অজুহাতে ব্যবসায়ীরা বাড়তি দামে সার বিক্রি করে হাতিয়ে নিচ্ছেন মোটা অঙ্কের অর্থ।

সদর উপজেলার দেবীপুর এলাকার কৃষকের মাঠে গিয়ে দেখা যায়, আনসারুলন, সামাউন তারকুলসহ কৃষকরা ফসলের ক্ষেতে কাজ করছেন। তারা জানান, স্থানীয় দোকান থেকে বাড়তি দামে প্রয়োজনের অর্ধেক সার কিনে জমিতে দিচ্ছেন। সারের তীব্র সংকটের কথা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন চাষিরা।

এবিষয়ে ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মাজেদুল ইসলাম বলেন, কিছু অসাধু ব্যবসায়ী আমাদের সারের সংকট না থাকা স্বত্বেও কৃত্রিম সংকটের চেষ্টা করছে। তারা কিছু মুনাফা অর্জন করার জন্য এমনটা করেছে। কিন্তু আমরা কঠোরভাবে এটা মনিটরিং করছি।

এব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সারোয়ার আলম খান বলেন, অবৈধভাবে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী এক ট্রাক রাসায়নিক সার আটক করেছে। খবর পেয়ে আমরা ট্রাকটি জব্দ করেছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত