নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ট্রাক

চাপা পড়ে নিহত দাদি আহত নাতিসহ ৫

জেলা প্রতিনিধি, লালমনিরহাট
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫, ১৫: ৩৭
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ১৫: ৪৭

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সিমেন্টবোঝাই একটি ট্রাক গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা বাড়িতে ঢুকে পড়েছে। এতে মোছা: নুরী বেগম (৫৫) নামে একজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছে নাতিসহ ওই বাড়ির আরো পাঁচ সদস্য।

বিজ্ঞাপন

সোমবার ভোরে উপজেলার পাটিকাপারা ইউনিয়নের দক্ষিণ পারুলিয়া বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরী বেগম (৫৫) ওই এলাকার শহিদুল ইসলামের স্ত্রী।

দুর্ঘটনায় ট্রাকের নিচে থেকে দেড় ঘণ্টা পর জীবন্ত নাতি উদ্ধার হলেও দাদিকে মৃত অবস্থায় পাওয়া যায়।

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন্নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশটি উদ্ধার করা হয়েছে। ট্রাক জব্দ করে থানায় পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

এমএস

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত