আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

তুহিন চৌধুরীকে ছেড়ে জমিয়তের আফেন্দিকে সমর্থন দিলো বিএনপি

জেলা প্রতিনিধি, নীলফামারী

তুহিন চৌধুরীকে ছেড়ে জমিয়তের আফেন্দিকে সমর্থন দিলো বিএনপি

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সমর্থন নিয়ে নীলফামারী- ১ (ডোমার ও ডিমলা) আসনে লড়বেন জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি।

বিজ্ঞাপন

মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তাকে প্রার্থী হিসেবে ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ আসনে বিএনপির প্রার্থী হিসেবে গত কিছুদিন ধরে গণসংযোগ করে আসছিলেন তারেক রহমানের খালাতো ভাই ও খালেদা জিয়ার ভাগনে শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। তার প্রাথমিক দলীয় মনোনয়ন না হওয়ার তার নিজ দলের মধ্যে এ মিশ্র প্রতিক্রিয়া।

এ ব্যাপারে মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি আল্লাহর শুকরিয়া আদায় করে জানান, তিনি নির্বাচিত হওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী। তিনি নির্বাচিত হলে শতভাগ দুর্নীতি মুক্ত প্রশাসন ও সমাজ গঠনে অবদান রাখবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন