বালুপাচারের দায়ে ট্রলিচালকের ৫০ হাজার জরিমানা
উপজেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ (নীলফামারী)
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ১২: ৩৫

প্রতীকী ছবি
নীলফামারীর কিশোরগঞ্জে চাড়ালকাটা নদীর বেলতলী ব্রিজের নিচ থেকে বালুপাচারের দায়ে এক ট্রলিচালকের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার দিবাগত রাতে ইউএনও প্রতীম সাহা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডিত ট্রলিচালক আব্দুর রহীম (৩২) পানিয়াল পুকুর সাতঘরি পাড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার আইয়ুব আলী বিষয়টি নিশ্চিত করে জানান, জরিমানা পরিশোধ করায় ওই ট্রলিচালককে ছেড়ে দেয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মাহমুদুর রহমান কর্তৃক প্রকাশিত এবং আল-ফালাহ প্রিন্টিং প্রেস, ৪২৩, এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭ থেকে এবং অস্থায়ীভাবে মিডিয়া প্রিন্টার্স লি. ৪৪৬/এইচ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্য বিভাগ : ঢাকা ট্রেড সেন্টার, ৯৯, কাজী নজরুল ইসলাম এভিণিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। পিএবিএক্স : ০২-৫৫০১২২৫০। ই-মেইল : info@dailyamardesh.com