আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

৪ ফেব্রুয়ারি হাতীবান্ধা যাচ্ছেন জামায়াতের আমির

জেলা প্রতিনিধি, লালমনিরহাট

৪ ফেব্রুয়ারি হাতীবান্ধা যাচ্ছেন জামায়াতের আমির

সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ৪ ফেব্রুয়ারি নির্বাচনি জনসভা করতে লালমনিরহাটের হাতীবান্ধায় আসছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। ওই দিন লালমনিরহাট-১ আসনের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের নির্বাচনি জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।

শুক্রবার লালমনিরহাট-১ (পাটগ্রাম ও হাতীবান্ধা) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী জামায়াতের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্যবিষয়ক ভাইস প্রেসিডেন্ট আনোয়ারুল ইসলাম রাজু এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান আগামী ৪ ফেব্রুয়ারি হাতীবান্ধায় বিশাল জনসভায় ভাষণ দেবেন। জনসভার স্থান এখনো চূড়ান্ত করা হয়নি, সিদ্ধান্ত নিয়ে পরে জানানো হবে ।

জেলা জামায়াতের আমির ও লালমনিরহাট-৩ আসনের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট আবু তাহের জানান, আগামী ৪ ফেব্রুয়ারি সকাল ১০টায় হাতীবান্ধায় নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

এ ছাড়া ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করার কথা রয়েছে তার। শান্তিপূর্ণভাবে আমিরের নির্বাচনি জনসভা বাস্তবায়নে এরই মধ্যে প্রস্তুতি নেওয়া হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন