
উপজেলা প্রতিনিধি, (তেঁতুলিয়া) পঞ্চগড়

পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে তেঁতুলিয়ায় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে পাথর-বালুর জমজমাট ব্যবসা। জনসাধারণের চলাচলে দুর্ভোগসহ বাড়ছে সড়ক দুর্ঘটনা।
সরেজমিনে দেখা গেছে, পঞ্চগড়-বাংলাবান্ধা ব্যস্ততম ৬০ কিলোমিটার মহাসড়কের দুপাশে একাধিক স্থানে বালু পাথরের অসংখ্য স্তুপ করেছে ব্যবসায়ীরা। জগদল বাজারের পাশে চৈতন্যপাড়া, ঠুটাপাগরী, বোর্ডবাজার, মুক্তাঞ্চল, দশমাইল, ভজনপুর নিজবাড়ী, জেমকন খাম্বা লিমিটেড, বুড়াবুড়ি বাজার, দরগাসিং থেকে খয়খাটপাড়া, রণচন্ডি বিজিবি ক্যাম্প, ভাদ্রুবাড়ী, ইসলামপুর দগরবাড়ি নামকস্থানে সড়কের উপর বালু-পাথরের স্তুপ থেকে দিন-রাতে ট্রাক লোড-আনলোডিং করা হচ্ছে। এছাড়া বুড়াবুড়ি বাজার, ভজনপুর বাজার ও তিরনইহাট-বাংলাবান্ধা দালাল অফিসের সামনে সড়কের দুপাশে লোড-আনলোডের ট্রাকের দীর্ঘ লাইন। সারিবদ্ধ সড়কের দুপাশে দাঁড়িয়ে থাকা ট্রাক দেখলে মনে হয় মহাসড়কটি যেনো ট্রাক স্ট্যান্ড পরিণত হয়েছে। সড়কের উপর বালু-পাথর লোড-আনলোডিংসহ দাঁড়িয়ে থাকা ট্রাকের কারণে জনসাধারণ ও স্কুলগামী ছাত্র-ছাত্রীসহ ছোট যানবাহনের চলাচলে ভীষণ দুর্ভোগ পোহাতে হয়। সড়কের উপর বালু-পাথর লোড-আনলোডিং করায় ধুলোবালি বাতাসে উড়ে জনসারণের চোখে মুখে পড়ছে। ট্রাকের দীর্ঘ লাইন থাকায় ছোট যানবাহনগুলো চলাচলে নানামুখী সমস্যার পাশাপাশি ছোট বড় দুর্ঘটনার শিকার হচ্ছে। কিন্তু এসব ব্যবসায়ীরা সড়ক বিভাগ ও হাইওয়ে পুলিশের কোন আইন-কানুন তোয়াক্কা করছে না। অবস্থাদৃষ্টে মনে হয় ব্যবসায়ীদের কাছে জিম্মি হয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করছে।
বিগত ২০১৮ সালে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের দশমাইল নামক স্থানে জমে থাকা একটি ট্রাকের কারণে মিনিবাসের সংগে পোলবাহী ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রায় ১৪ জনের মৃত্যু হয়। এছাড়া ২০২৩ সালের শেষ দিকে বোর্ড বাজার, জগদল বাজার, মাগুরমারী, ভজনপুর করতোয়া ব্রিজের পূর্ব-উত্তর বাঁকে, শালবাহান রোড, সিপাইপাড়া ও রণচন্ডি বাজার নামকস্থানে ট্রাক ও মোটরসাইকেল দুর্ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। ২০২৪ সালেও এসব স্থানে একাধিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। চলতি বছরে বিগত পাঁচ মাসে একাধিক সড়ক দুর্ঘটনায় কয়েকজনের মৃত্যু হয়েছে এবং অনেকে পঙ্গুত্ববরণ করেছে। এরপরও প্রশাসনের চোখে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পাথর-বালু ব্যবসায়ী সড়কের দু’ধারে অবৈধভাবে ট্রাক লোড-আনলোডিংসহ বালু-পাথরের ব্যবসা করছে।
এ বিষয়ে পঞ্চগড় জেলা পাথর বালি ব্যবসায়ী ও সরবরাহ সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেন বলেন, বালু-পাথরের ব্যবসা সড়ক কেন্দ্রিক। তবে জনসাধারণের চলাচলে অসুবিধা করে নয়। মহাসড়কের দুপাশে পাথর-বালুর স্তুপ এবং ট্রাক লোড-আনলোডিং না করার জন্য সমিতির পক্ষ থেকে মাইকিং করে নিষেধ করা হয়েছে। এখনো কিছু ব্যবসায়ী ব্যবসা করছে তাদের দায়িত্ব আমরা নিব না।
তেঁতুলিয়া হাইওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত এসআই সোলেমান বলেন, পাথর-বালু ব্যবসায়ীরা রাতের আধারে সড়কের ধারে পাথর ফেলে স্তুপ করছে। হাইওয়ে পুলিশ টহলে থাকাবস্থায় ব্যবসায়ীদের সড়কের উপর থেকে পাথর-বালু সরায়ে নেওয়ার জন্য বলা হচ্ছে। কিন্তু কোনোভাবেই বিষয়টি প্রতিরোধ করা যাচ্ছে না।
এ ব্যাপারে পঞ্চগড় সড়ক ও জনপথ বিভাগ (সওজ) নির্বাহী প্রকৌশলী মো. সুলতান মাহমুদ বলেন, পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের দুপাশে পাথর-বালু ব্যবসায়ীদের অপসারণের জন্য নোটিশ দেয়া হয়েছে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হয়েছে। কিন্তু সাময়িকভাবে বন্ধ হলেও পুনরায় শুরু করছে। এখন নোটিশ দিলেও মানছে না। ফলে সচেতন মহল এবং জেলা প্রশাসনের সহযোগিতা নিয়ে সড়কের ধারে অবৈধ পাথর-বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা হবে।

পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে তেঁতুলিয়ায় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে পাথর-বালুর জমজমাট ব্যবসা। জনসাধারণের চলাচলে দুর্ভোগসহ বাড়ছে সড়ক দুর্ঘটনা।
সরেজমিনে দেখা গেছে, পঞ্চগড়-বাংলাবান্ধা ব্যস্ততম ৬০ কিলোমিটার মহাসড়কের দুপাশে একাধিক স্থানে বালু পাথরের অসংখ্য স্তুপ করেছে ব্যবসায়ীরা। জগদল বাজারের পাশে চৈতন্যপাড়া, ঠুটাপাগরী, বোর্ডবাজার, মুক্তাঞ্চল, দশমাইল, ভজনপুর নিজবাড়ী, জেমকন খাম্বা লিমিটেড, বুড়াবুড়ি বাজার, দরগাসিং থেকে খয়খাটপাড়া, রণচন্ডি বিজিবি ক্যাম্প, ভাদ্রুবাড়ী, ইসলামপুর দগরবাড়ি নামকস্থানে সড়কের উপর বালু-পাথরের স্তুপ থেকে দিন-রাতে ট্রাক লোড-আনলোডিং করা হচ্ছে। এছাড়া বুড়াবুড়ি বাজার, ভজনপুর বাজার ও তিরনইহাট-বাংলাবান্ধা দালাল অফিসের সামনে সড়কের দুপাশে লোড-আনলোডের ট্রাকের দীর্ঘ লাইন। সারিবদ্ধ সড়কের দুপাশে দাঁড়িয়ে থাকা ট্রাক দেখলে মনে হয় মহাসড়কটি যেনো ট্রাক স্ট্যান্ড পরিণত হয়েছে। সড়কের উপর বালু-পাথর লোড-আনলোডিংসহ দাঁড়িয়ে থাকা ট্রাকের কারণে জনসাধারণ ও স্কুলগামী ছাত্র-ছাত্রীসহ ছোট যানবাহনের চলাচলে ভীষণ দুর্ভোগ পোহাতে হয়। সড়কের উপর বালু-পাথর লোড-আনলোডিং করায় ধুলোবালি বাতাসে উড়ে জনসারণের চোখে মুখে পড়ছে। ট্রাকের দীর্ঘ লাইন থাকায় ছোট যানবাহনগুলো চলাচলে নানামুখী সমস্যার পাশাপাশি ছোট বড় দুর্ঘটনার শিকার হচ্ছে। কিন্তু এসব ব্যবসায়ীরা সড়ক বিভাগ ও হাইওয়ে পুলিশের কোন আইন-কানুন তোয়াক্কা করছে না। অবস্থাদৃষ্টে মনে হয় ব্যবসায়ীদের কাছে জিম্মি হয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করছে।
বিগত ২০১৮ সালে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের দশমাইল নামক স্থানে জমে থাকা একটি ট্রাকের কারণে মিনিবাসের সংগে পোলবাহী ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রায় ১৪ জনের মৃত্যু হয়। এছাড়া ২০২৩ সালের শেষ দিকে বোর্ড বাজার, জগদল বাজার, মাগুরমারী, ভজনপুর করতোয়া ব্রিজের পূর্ব-উত্তর বাঁকে, শালবাহান রোড, সিপাইপাড়া ও রণচন্ডি বাজার নামকস্থানে ট্রাক ও মোটরসাইকেল দুর্ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। ২০২৪ সালেও এসব স্থানে একাধিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। চলতি বছরে বিগত পাঁচ মাসে একাধিক সড়ক দুর্ঘটনায় কয়েকজনের মৃত্যু হয়েছে এবং অনেকে পঙ্গুত্ববরণ করেছে। এরপরও প্রশাসনের চোখে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পাথর-বালু ব্যবসায়ী সড়কের দু’ধারে অবৈধভাবে ট্রাক লোড-আনলোডিংসহ বালু-পাথরের ব্যবসা করছে।
এ বিষয়ে পঞ্চগড় জেলা পাথর বালি ব্যবসায়ী ও সরবরাহ সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেন বলেন, বালু-পাথরের ব্যবসা সড়ক কেন্দ্রিক। তবে জনসাধারণের চলাচলে অসুবিধা করে নয়। মহাসড়কের দুপাশে পাথর-বালুর স্তুপ এবং ট্রাক লোড-আনলোডিং না করার জন্য সমিতির পক্ষ থেকে মাইকিং করে নিষেধ করা হয়েছে। এখনো কিছু ব্যবসায়ী ব্যবসা করছে তাদের দায়িত্ব আমরা নিব না।
তেঁতুলিয়া হাইওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত এসআই সোলেমান বলেন, পাথর-বালু ব্যবসায়ীরা রাতের আধারে সড়কের ধারে পাথর ফেলে স্তুপ করছে। হাইওয়ে পুলিশ টহলে থাকাবস্থায় ব্যবসায়ীদের সড়কের উপর থেকে পাথর-বালু সরায়ে নেওয়ার জন্য বলা হচ্ছে। কিন্তু কোনোভাবেই বিষয়টি প্রতিরোধ করা যাচ্ছে না।
এ ব্যাপারে পঞ্চগড় সড়ক ও জনপথ বিভাগ (সওজ) নির্বাহী প্রকৌশলী মো. সুলতান মাহমুদ বলেন, পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের দুপাশে পাথর-বালু ব্যবসায়ীদের অপসারণের জন্য নোটিশ দেয়া হয়েছে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হয়েছে। কিন্তু সাময়িকভাবে বন্ধ হলেও পুনরায় শুরু করছে। এখন নোটিশ দিলেও মানছে না। ফলে সচেতন মহল এবং জেলা প্রশাসনের সহযোগিতা নিয়ে সড়কের ধারে অবৈধ পাথর-বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা হবে।

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্থানীয় পর্যায়ে পরিকল্পনা, অর্থায়ন ও বাস্তবায়নে সহায়তার লক্ষ্য নিয়ে ২০১৬ সালে শুরু হয় ‘লোকাল গভর্নমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ’ বা লজিক প্রকল্প। তবে পদে পদে দুর্নীতিতে ভারাক্রান্ত প্রকল্পটির কোটি কোটি টাকার কোনো হদিস পাওয়া যাচ্ছে না।
১৬ মিনিট আগে
সাগরপাড়ে একখণ্ড জমি কিংবা ফ্ল্যাটের মালিকানা পেতে টাকা জমা দিয়েছিলেন ২৩২ জন বিনিয়োগকারী। তবে পুরো টাকা শোধ করার ১৪ বছর পরও তারা কোনো ধরনের মালিকানা বুঝে পাননি। এমনই ভয়াবহ প্রতারণার অভিযোগ উঠেছে কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে অবস্থিত হোটেল সি প্রিন্সেসের মালিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে।
৩৫ মিনিট আগে
চলতি বছর চট্টগ্রামে সাতটি খুনের ঘটনা ঘটেছে। একের পর এক এসব হত্যাকাণ্ডের আগে একটি ভয়ংকর মিল পাওয়া গেছে। হত্যার আগেই হুমকি আসত মোবাইল ফোনে বা ফেসবুকে। কারো ক্ষেত্রে হুমকি পাওয়ার তিনদিনের মাথায়, কারো ক্ষেত্রে এক সপ্তাহের মধ্যেই ঘটত নৃশংস খুন।
১ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, স্থানীয় কিশোররা খালে মাছ ধরতে নামে, তখন তাদের পায়ে একটি ব্যাগ লাগলে তারা উৎসাহী হয়ে ব্যাগটি উপরে তুলে খুলে দেখে ব্যাগের মধ্যে একটি ইট ও একটি মানুষের মাথা, তখন তারা আতকে উঠে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে পুলিশকে খবর দেয়।
৩ ঘণ্টা আগে