উপজেলা প্রতিনিধি, নবাবগঞ্জ (দিনাজপুর)
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় দেশীয় প্রজাতির মাছ উৎপাদনের সম্ভাবনাময় স্থান আশুরার বিল। যথাযথভাবে সুরক্ষার মাধ্যমে সেখানে দেশীয় প্রজাতির মাছ উৎপাদনের উদ্যোগ গ্রহণ করলে ওই বিলের মাছ দিয়ে শুধু নবাবগঞ্জ উপজেলায় নয়, জেলার মাছের চাহিদা পূরণ করা সম্ভব।
এক সময় ওই বিলে নানা জাতের দেশীয় প্রজাতির মাছ পাওয়া যেত। অভিযোগ উঠেছে ২৩৮ হেক্টর আয়তনের সরকারি ওই বিলে বর্তমানে বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দূষিতপানি প্রবেশ করার কারণে পানি দূষিত হচ্ছে।
বিলে নিষিদ্ধ জাল অবাধে ব্যবহার হচ্ছে। মাছ ধরার একপ্রকার জাল ফিক্সড ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে। এসব জালের মাধ্যমে মাছ ধরার পাশাপাশি পোনা মাছ পর্যন্ত নিধন করা হচ্ছে। ফলে মাছ উৎপাদন কমে আসছে।
এলাকাবাসী সচেতন হলে এবং পোনা মাছ নিধন না করলে আশানুরূপ মাছ উৎপাদন সম্ভব বলে উপজেলা মৎস্য দপ্তর মত পোষণ করেছে। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হানিফ উদ্দিন জানান, নিষিদ্ধ জাল ব্যবহারে সরকারিভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ কাজ চলমান রয়েছে।
এছাড়া স্থানীয়দের সঙ্গে যোগাযোগ করে তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। তিনি জানান, বিলের বুড়িদহ নামক স্থানে ০.০৫ হেক্টর আয়তনের একটি অভয়াশ্রম রয়েছে। সব মিলিয়ে সকলের সহযোগিতা পেলে ওই বিলে দেশীয় প্রজাতির মাছে ভরপুর করা সম্ভব।
এদিকে খরা মৌসুমে বিলে বোরো চাষ করা হয়ে থাকে। বর্ষা মৌসুমে প্লাবিত হওয়ার কারণে আমন চাষ তেমন করতে পারে না। বিলে পানি ধরে রাখতে কয়েক বছর আগে একটি ক্রসড্যাম স্থাপন করা হয়। ক্রসড্যামের পাশে বাঁধ ভেঙে যাওয়ায় সেখানে আর পানি ধরে রাখা যায় না।
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় দেশীয় প্রজাতির মাছ উৎপাদনের সম্ভাবনাময় স্থান আশুরার বিল। যথাযথভাবে সুরক্ষার মাধ্যমে সেখানে দেশীয় প্রজাতির মাছ উৎপাদনের উদ্যোগ গ্রহণ করলে ওই বিলের মাছ দিয়ে শুধু নবাবগঞ্জ উপজেলায় নয়, জেলার মাছের চাহিদা পূরণ করা সম্ভব।
এক সময় ওই বিলে নানা জাতের দেশীয় প্রজাতির মাছ পাওয়া যেত। অভিযোগ উঠেছে ২৩৮ হেক্টর আয়তনের সরকারি ওই বিলে বর্তমানে বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দূষিতপানি প্রবেশ করার কারণে পানি দূষিত হচ্ছে।
বিলে নিষিদ্ধ জাল অবাধে ব্যবহার হচ্ছে। মাছ ধরার একপ্রকার জাল ফিক্সড ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে। এসব জালের মাধ্যমে মাছ ধরার পাশাপাশি পোনা মাছ পর্যন্ত নিধন করা হচ্ছে। ফলে মাছ উৎপাদন কমে আসছে।
এলাকাবাসী সচেতন হলে এবং পোনা মাছ নিধন না করলে আশানুরূপ মাছ উৎপাদন সম্ভব বলে উপজেলা মৎস্য দপ্তর মত পোষণ করেছে। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হানিফ উদ্দিন জানান, নিষিদ্ধ জাল ব্যবহারে সরকারিভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ কাজ চলমান রয়েছে।
এছাড়া স্থানীয়দের সঙ্গে যোগাযোগ করে তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। তিনি জানান, বিলের বুড়িদহ নামক স্থানে ০.০৫ হেক্টর আয়তনের একটি অভয়াশ্রম রয়েছে। সব মিলিয়ে সকলের সহযোগিতা পেলে ওই বিলে দেশীয় প্রজাতির মাছে ভরপুর করা সম্ভব।
এদিকে খরা মৌসুমে বিলে বোরো চাষ করা হয়ে থাকে। বর্ষা মৌসুমে প্লাবিত হওয়ার কারণে আমন চাষ তেমন করতে পারে না। বিলে পানি ধরে রাখতে কয়েক বছর আগে একটি ক্রসড্যাম স্থাপন করা হয়। ক্রসড্যামের পাশে বাঁধ ভেঙে যাওয়ায় সেখানে আর পানি ধরে রাখা যায় না।
টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে থাকাবস্থায় হারুন অর রশিদকে গত ১৮ অক্টোবর (শনিবার) গভর্নিং বডির মাসিক সভা ডাকার নির্দেশ দেওয়া হলে তিনি রহস্যজনক কারণে সভা ডাকেননি। এছাড়াও ১৯ অক্টোবর (রোববার) ফের স্কুলে মিটিং ডাকার জন্য বলা হলে মিটিং ডাকবেন বলে জানান
৮ মিনিট আগেইলিশ মাছ বিতরণের রেশ কাটতে না কাটতেই এবার গরুর মাংস বিতরণের ঘোষণা দিয়েছেন ফরিদপুর- ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মাওলানা রায়হান জামিল। আগামী ৩০ অক্টোবর ১ টাকা কেজিতে ভাঙ্গা উপজেলার ১০০ অসহায় হতদরিদ্র পরিবারের মধ্যে তিনি মাংস বিতরণের এ ঘোষণা দিয়েছেন।
২১ মিনিট আগেজুলাই গণঅভ্যুত্থানে শহীদ মো. জসিম উদ্দিনের মেয়ে লামিয়া ধর্ষণ মামলার দুই আসামির ১৩ ও একজনের ১০ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার সকালে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ রায় ঘোষণা করেন।
২ ঘণ্টা আগেফায়ার সার্ভিসের দাবি, অপরিকল্পিত নগরায়ণ, পানির পর্যাপ্ত উৎসের অভাব এবং সমন্বয়হীনতার কারণে আগুন নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে তাদের। বিশেষ করে বন্দর, বিমানবন্দর, ইপিজেড ও জাহাজভাঙা শিল্পাঞ্চলে আগুন নেভাতে গিয়ে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কারণ, এসব স্থানে আগুন লাগার খবর অনেক সময় দেরিতে পৌঁছ
৪ ঘণ্টা আগে