নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মধ্য রাজিব চেংমারী গ্রামে অভিযান চালিয়ে দু’কেজি গাঁজা, ৭০ পিস ইয়াবা ও ১৮ পিস ইটাডল ট্যাবলেটসহ কুখ্যাত মাদক কারবারি রুবেল ইসলামকে (৩০) গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় আটক রুবেলকে কিশোরগঞ্জ থানায় সোপর্দ করে অধিদপ্তর। রাতেই বিষয়টি নিশ্চিত করেন কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম। গ্রেপ্তার রুবেল ইসলাম ওই ইউনিয়নের মৃত ওয়াজ আলীর ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক সাকিব সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রুবেলের বাড়ি ঘেরাও করে অভিযান চালানো হয়। এসময় মাঝের কক্ষ থেকে তাকে আটক করা হয়। পরে তার ঘরে থাকা একটি ব্যাগ থেকে ২ কেজি গাঁজা, ৭০ পিস ইয়াবা এবং ১৮ পিস ট্যাপেন্টাডল (ইটাডল) ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধার মাদক ও আসামিকে থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ওসি আশরাফুল ইসলাম জানান, রুবেলকে বুধবার আদালতে উঠানো হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

