আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মাধবপুর সীমান্ত দিয়ে ৮ জনকে পুশইন করল বিএসএফ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

মাধবপুর সীমান্ত দিয়ে ৮ জনকে পুশইন করল বিএসএফ
পুশইন

আট ব্যক্তিকে বাংলাদেশে পুশইন করল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

মঙ্গলবার সকালে পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির কাছে হস্তান্তর করেন। তারা হলেন চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার হাকিমপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে মামুন মিয়া (২৬) একই এলাকার বাবলু মিয়ার ছেলে সোহেল মিয়া (২৯) তার ভাই শিহাব মিয়া (২৩) ও রুবেল মিয়া (২৫) জমির উল ইসলামের ছেলে রাকিবুল ইসলা (১৯) নুরুল ইসলামের ছেলে শাকিল মিয়া (২৭) রুহুল আমিনের ছেলে রিহান মিয়া (২০) ও কালু মিয়ার ছেলে ইকবাল।

বিজ্ঞাপন

ধর্মঘর বিওপির নায়েক সুবেদার আবু সায়েদ জানান কাজের সন্ধানে তারা কিছুদিন আগে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। সেখানে ভারতীয় আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন। এরপর বিএসএফ তাদের পতাকা বৈঠকের মাধ্যমে আমাদের কাছে হস্তান্তর করেন।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সহিদ-উল্যা বলেন- বিকালে তাদেরকে থানায় হস্তান্তর করেন-আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। তাদের হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন