তারকা ফুটবলার হামজাকে ঘিরে স্নানঘাটে উৎসবের আমেজ

কামরুল হাসান, বাহুবলের স্নানঘাট থেকে
প্রকাশ : ১৭ মার্চ ২০২৫, ১২: ৩১

ইংলিশ প্রিমিয়ার লিগের তারকা খেলোয়াড় হামজা চৌধুরীর দেশে আগমনকে ঘিরে তার পৈতৃক বাড়ি হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে বইছে উৎসবের আমেজ।

বিজ্ঞাপন

সোমবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পরিবারের সদস্যদের নিয়ে অবতরণ করেছেন হামজা। তার সঙ্গে স্ত্রী, সন্তান ও মা-সহ পরিবারের ১২ জন সদস্য রয়েছেন। ছাদখোলা গাড়িতে করে হামজা যাবেন গ্রামের বাড়িতে।

দুদিন ধরে বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে হামজার বাড়িতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মীরা ভিড় জমাচ্ছেন। ঢাকা-সিলেট মহাসড়কের পুটিজুরী বাজার থেকে স্নানঘাট পর্যন্ত তিন কিলোমিটার সড়কের বিভিন্ন পয়েন্টে বেশ কয়েকটি তোরণ নির্মাণ করা হয়েছে।

পুরো স্নানঘাট সেজেছে নানারূপে। তোরণ, ফেস্টুন ও ব্যানার-পোস্টারে ছেয়ে গেছে পুরো গ্রাম। হামজাকে স্বাগত জানাতে এসব প্রস্তুতি এলাকার মানুষের।

২৫ মার্চ শিলংয়ে এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। ওই ম্যাচে দেশের হয়ে অভিষেক হবে ইংলিশ লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরীর। এতে নতুন ইতিহাস হবে বাংলাদেশের ফুটবলে।

হামজা চৌধুরীর পিতা গোলাম মোর্শেদ বলেন, ‘হামজা আসছে। বউ-বাচ্চাসহ তার সঙ্গে ১২ জন আসছেন বাংলাদেশে। জাতীয় দলের খেলা থাকায় তার হাতে বেশি সময় নেই। তাই বাড়িতে এক রাত থাকবেন। এরপর ঢাকায় চলে যাবেন হামজা।’

এর আগেও হবিগঞ্জের গ্রামের বাড়িতে এসে ঘুরে গেছেন হামজা। তবে ইংলিশ লিগে খেলার পর এই প্রথম গ্রামের বাড়ি স্নানঘাটে আসছেন এই তারকা ফুটবলার।

হামজা বাবা বলেন, ‘১৪ বছর বয়সে সে এসেছিল। কিন্তু বড় হয়ে আর বাড়ি আসেনি। দুই বছর আগেও আমরা হামজাকে বাংলাদেশে আনার চেষ্টা করেছিলাম। সবকিছু ঠিকঠাক করাও হয়েছিল। কিন্তু পরে আসতে পারেনি। এই গ্রামের বাড়িতে ছোটবেলায় সে থেকেছে। সময় কাটিয়েছে। তাই বাড়িতে একদিন একান্তে সময় কাটাবে হামজা।

তিনি বলেন, ‘বাফুফের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে। আমরাও প্রশাসনকে জানিয়েছি। তারা সর্বোচ্চ নিরাপত্তা দেবে আশা করি।’

তিনি আরো জানান, বাড়ির সামনে খোলা মাঠে মঞ্চ তৈরি করা হয়েছে হামজার জন্য।

হবিগঞ্জ জেলার পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান জানান, হামজাকে বিশেষ নিরাপত্তা দেয়া হবে।

মাওলানা মুহিবুল্লাহ মাদানি নিখোঁজ, সন্দেহের তীর ইসকনের দিকে

সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন তালুকদারের মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক

রাবাদার রেকর্ডে স্বস্তিতে প্রোটিয়ারা

যুক্তরাষ্ট্রের রাস্তায় ট্রাম্প-বিরোধী বিক্ষোভ নিয়ে খামেনির উপহাস

হোয়াইট হাউসে বলরুম নিয়ে রহস্য, নির্মাণে টাকা দিচ্ছে কারা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত