আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আচরণবিধি ভঙ্গের অভিযোগে রেজা কিবরিয়াকে শোকজ

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

আচরণবিধি ভঙ্গের অভিযোগে রেজা কিবরিয়াকে শোকজ

নির্বাচনি আচরণবিধি ভঙ্গের অভিযোগে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়াকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (৭ জানুয়ারি) জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ আরেফিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত সোমবার (৫ জানুয়ারি) তাকে এ নোটিশ দেওয়া হয়। নোটিশে নির্দিষ্ট অভিযোগের বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে এবং কেন তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে না, তা নির্ধারিত সময়ের মধ্যে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচনি কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে, নির্বাচনি আচরণ বিধিমালার কয়েকটি ধারা লঙ্ঘনের অভিযোগ ওঠায় এই শোকজ দেওয়া হয়। আগামী ১৪ জানুয়ারির মধ্যে লিখিত জবাব দেওয়ার জন্য নোটিশে বলা হয়েছে।

বিষয়টি যাচাইবাছাই শেষে তার জবাব সন্তোষজনক না হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হতে পারে বলে জানানো হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন