আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

র‍্যাবের অভিযানে পরিত্যক্ত দুইটি এয়ারগান উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি

র‍্যাবের অভিযানে পরিত্যক্ত দুইটি এয়ারগান উদ্ধার
ছবি: আমার দেশ।

অস্ত্র উদ্ধার কার্যক্রমের ধারাবাহিক অংশ হিসেবে র‍্যাব–৯ এর অধীন সিপিসি–৩, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ক্যাম্প একটি বিশেষ অভিযান পরিচালনা করে। ওই অভিযানে দুই দিনের মধ্যে পৃথক দুটি স্থান থেকে মোট দুটি এয়ারগান উদ্ধার করা হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৯, সিপিসি-৩ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মোঃ সাজ্জাদ হোসেন।

বিজ্ঞাপন

তিনি জানান-উদ্ধারকৃত এয়ারগানের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে এয়ারগানটি সেখানে রাখা হয়েছিল। এ বিষয়ে র‌্যাব-৯ এর তদারকি ও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

র‌্যাব শায়েস্তাগঞ্জ ক্যাম্প সূত্রে জানা গেছে, রোববার (১১ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ সদর উপজেলার নসরতপুর এলাকায় তল্লাশি করে একটি প্লাস্টিকের বস্তায় রক্ষিত পরিত্যক্ত অবস্থায় এয়ারগানটি উদ্ধার করা হয়। অন্যদিকে, শনিবার (১০ জানুয়ারি ) দিবাগত রাত দেড়টার দিকে শায়েস্তাগঞ্জ উপজেলার বড়চর এলাকার গাছ বাগানের ঝোপে একটি এয়ারগান পরিত্যক্ত অবস্থায় প্লাস্টিকের বস্তায় রক্ষিত একটি এয়ারগান উদ্ধার করে র‌্যাব।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত এয়ারগানটি হবিগঞ্জ সদর থানা ও শায়েস্তাগঞ্জ থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মোঃ সাজ্জাদ হোসেন বলেন, ‘র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সদর দপ্তর, সিলেট-এর অধিনায়কের কার্যালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে অদ্যাবধি র‌্যাব-৯, সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বপূর্ণ এলাকা থেকে সর্বমোট ৩৫টি দেশীয় ও বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড গুলি, ম্যাগাজিন-০৪টি, ৪৮৮০ গ্রাম বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর, ০১টি সাউন্ড গ্রেনেড, ০৫টি পেট্রোল বোমা এবং বিপুল পরিমাণ এয়ারগানের গুলিসহ ৫১টি এয়ারগান উদ্ধার করেছে যা সর্বমহলে প্রশংসিত হয়েছে এবং সিলেট বিভাগীয় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন