মৌলভীবাজারের বড়লেখা থানায় ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ৮ জনকে আটক করেছে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)।
বড়লেখা থানার বাতামোড়াল পুঞ্জি এলাকায় পৃথক দুটি অভিযানে তাদের আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার সকাল আনুমানিক ৭টা ও দুপুর ১২টার দিকে এই অভিযানগুলো পরিচালিত হয়।
আটককৃতদের মধ্যে চারজন বাংলাদেশি নাগরিক (২ জন পুরুষ, ২ জন নারী) এবং চারজন জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক (১ জন পুরুষ, ১ জন নারী, ২ জন শিশু) রয়েছেন।
বিজিবি জানিয়েছে, তারা সবাই অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছিলেন। তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বড়লেখা থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

