আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জামালগঞ্জে ডেভিল হান্ট অপারেশনে যুবলীগ নেতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, জামালগঞ্জ (সুনামগঞ্জ)
জামালগঞ্জে ডেভিল হান্ট অপারেশনে যুবলীগ নেতা গ্রেপ্তার

জামালগঞ্জে ডেভিল হান্ট অপারেশনে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগের জামালগঞ্জ উপজেলা যুগ্ম আহ্বায়ক ইকবাল আল আজাদকে (৫৩) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

সোমবার রাত দুইটায় জামালগঞ্জের সাচনা বাজারের বাসা থেকে থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। জামালগঞ্জ থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

থানা সূত্রে জানা যায়, ইকবাল আল আজাদ জামালগঞ্জ থানার এফআইআর নং-১০, তারিখ- ২৫ আগস্ট, ২০২৪; জি আর নং-৮৯, তারিখ- ২৫ আগস্ট, ২০২৪, ধারা- ৪/৫ আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন, ২০১৯; মামলায় তদন্তে সন্দেহযুক্ত ও সি/এস ভুক্ত পলাতক আসামি।

জামালগঞ্জ থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, বিশেষ ক্ষমতা আইনে জামালগঞ্জ থানায় দায়ের করা মামলায় এবং দ্রুত বিচার আইনে দায়ের করা আরেকটি মামলার সিআইডির চার্জশিটভুক্ত আসামি ইকবাল আল আজাদকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন