মৌলভীবাজারের কুলাউড়ায় জি কে গউছ

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ বলেছেন, আওয়ামী লীগ হাজার চেষ্টা করেও ভয়ভীতি দেখিয়ে বিএনপির কোনো দায়িত্বশীল ঈমানদার কর্মীকে আওয়ামী আলাদা করতে পারেনি। আর এটাই হল বিএনপির শক্তি। সেই শক্তিতে বলীয়ান হয়ে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদেরকে সর্ব শক্তি দিয়ে লড়তে হবে। তাই তারেক রহমান বারবার বলেছেন রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে হলে জনগণের ভালবাসা ছাড়া অন্য কোনো ব্যবস্থা নেই।
শনিবার দুপুরে জেলার কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল ও সম্মেলনের তিনি এক কথা বলেন। সম্মেলনের শুরুতে বিএনপির প্রয়াত নেতাদের স্মরণে শোক প্রস্তাব পেশ করেন ড. সাইফুল আলম চৌধুরী।
উপজেলা বিএনপির আহবায়ক মো. রেদোয়ান খান এর সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতাহ সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি এম নাসের রহমান, জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান, কুলাউড়া উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট আবেদ রাজা, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল মুকিত ও সাবেক সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক।
জি কে গউছ বলেন, কাউন্সিলের মাধ্যমে মৌলভীবাজার জেলার রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সুচনা হয়েছে। বিএনপি তৃণমূলের মতামতের মাধ্যমে দলের আগামী দিন যারা নেতৃত্ব দিবেন সেই নেতৃত্ব তৈরি হচ্ছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তৃণমূল কে লালন করেন, মূল্যায়ন করেন। তৃণমূলের মতামতকে তিনি প্রাধান্য দেন। সে জন্য মাঠে ময়দানে যারা ছিল আন্দোলন সংগ্রামে যারা ছিল দলের নেতাকর্মীদেরকে অরক্ষিত রেখে যারা মাঠ থেকে পালিয়ে যায়নি তাদেরকে নির্বাচনের জন্য তৃণমূলের হাতে দলের নেতৃত্ব তুলে দিয়েছেন।
প্রধান বক্তা মিফতাহ সিদ্দিকী বলেন, বিগত ১৭ বছর বেগম খালেদা জিয়া থেকে শুরু করে তৃণমূলের হাজার হাজার নেতাকর্মীরাও শেখ হাসিনার নির্যাতন থেকে রক্ষা পায়নি। ভোটের অধিকার ফিরিয়ে দিতে সিলেটের কিংবদন্তী নেতা এম ইলিয়াস আলীসহ অসংখ্য নেতাকর্মীরা নির্যাতন, গুম, খুন হয়েছেন। দেশি-বিদেশি শত্রুরা চায়না জাতীয়তাবাদী শক্তি বিএনপি ক্ষমতায় আসুক। বিএনপি যখনই ক্ষমতায় গিয়েছে তখনই দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করেছিলো। আমাদের মধ্যে এখনও বিভিন্ন ব্যক্তি চর্চা রয়েছে। এতে দল ক্ষতিগ্রস্থ হচ্ছে। সত্যিকারভাবে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আর সেই ঐক্যবদ্ধ হবে ইস্পাত কঠিনের মতো।
অনুষ্ঠানের বিশেষ অতিথি এম নাসের রহমান জামায়াতকে ইঙ্গিত করে বলেন, একটি বিশেষ দল রয়েছে তাদের টাকার কোন অভাব নেই। ওদের ব্যাংক, হাসপাতাল রয়েছে। ওদের বড় বড় নেতারা বেতনভুক্ত। টাকা তাদের কাছে কোন ফ্যাক্টর নয়। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী নির্বাচন হবে খুবই কঠিন। আওয়ামী লীগ ওই দলের ওপর ভর করে আগামী নির্বাচনে প্রার্থী দিবে, তারা বিএনপিকে ঠেকানোর জন্য মরিয়া হয়েছে। বিগত ১৬টি বছর বিএনপির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করা হয়েছে। আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে অংশগ্রহণের জন্য পদের পেছনে ও নেতার পেছনে না ছুটে মাঠে নেমে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শনিবার কুলাউড়া উপজেলায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়।
দলীয় সূত্রে জানা গেছে, বিকেল চারটা থেকে দ্বিতীয় অধিবেশন অর্থাৎ কাউন্সিলে কুলাউড়া উপজেলার বিএনপির ১৩ ইউনিয়নের ৯৩৫ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। কাউন্সিলে সভাপতি পদে প্রতিদ্বন্ধিতায় রয়েছেন দুইবারের সাবেক সভাপতি শওকতুল ইসলাম শকু, সাবেক সভাপতি ও কুলাউড়া পৌরসভার পাঁচ বারের কাউন্সিলর জয়নাল আবেদীন বাচ্চু। সিনিয়র সহ-সভাপতি পদে রয়েছেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল জামাল, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদরুল হোসেন খান, বিএনপি নেতা জয়নুল ইসলাম জুনেদ। সাধারণ সম্পাদক পদে রয়েছেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী, বদরুজ্জামান সজল ও সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা সুফিয়ান আহমেদ। সিনিয়র যুগ্ম সম্পাদক পদে রয়েছেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, জয়চন্ডী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কমর উদ্দিন আহমদ কমরু, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মইনুল হক বকুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক বিএনপি নেতা সারোয়ার আলম বেলাল। সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও ইউপি সদস্য আব্দুল মুক্তাদির মনু, সাবেক ছাত্রনেতা নুরুল ইসলাম ইমন, বিএনপি নেতা ও সাবেক ছাত্রনেতা সিপার আহমেদ, ব্রাহ্মণবাজার বিএনপি নেতা মহিউদ্দিন স্বপন।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ বলেছেন, আওয়ামী লীগ হাজার চেষ্টা করেও ভয়ভীতি দেখিয়ে বিএনপির কোনো দায়িত্বশীল ঈমানদার কর্মীকে আওয়ামী আলাদা করতে পারেনি। আর এটাই হল বিএনপির শক্তি। সেই শক্তিতে বলীয়ান হয়ে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদেরকে সর্ব শক্তি দিয়ে লড়তে হবে। তাই তারেক রহমান বারবার বলেছেন রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে হলে জনগণের ভালবাসা ছাড়া অন্য কোনো ব্যবস্থা নেই।
শনিবার দুপুরে জেলার কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল ও সম্মেলনের তিনি এক কথা বলেন। সম্মেলনের শুরুতে বিএনপির প্রয়াত নেতাদের স্মরণে শোক প্রস্তাব পেশ করেন ড. সাইফুল আলম চৌধুরী।
উপজেলা বিএনপির আহবায়ক মো. রেদোয়ান খান এর সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতাহ সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি এম নাসের রহমান, জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান, কুলাউড়া উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট আবেদ রাজা, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল মুকিত ও সাবেক সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক।
জি কে গউছ বলেন, কাউন্সিলের মাধ্যমে মৌলভীবাজার জেলার রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সুচনা হয়েছে। বিএনপি তৃণমূলের মতামতের মাধ্যমে দলের আগামী দিন যারা নেতৃত্ব দিবেন সেই নেতৃত্ব তৈরি হচ্ছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তৃণমূল কে লালন করেন, মূল্যায়ন করেন। তৃণমূলের মতামতকে তিনি প্রাধান্য দেন। সে জন্য মাঠে ময়দানে যারা ছিল আন্দোলন সংগ্রামে যারা ছিল দলের নেতাকর্মীদেরকে অরক্ষিত রেখে যারা মাঠ থেকে পালিয়ে যায়নি তাদেরকে নির্বাচনের জন্য তৃণমূলের হাতে দলের নেতৃত্ব তুলে দিয়েছেন।
প্রধান বক্তা মিফতাহ সিদ্দিকী বলেন, বিগত ১৭ বছর বেগম খালেদা জিয়া থেকে শুরু করে তৃণমূলের হাজার হাজার নেতাকর্মীরাও শেখ হাসিনার নির্যাতন থেকে রক্ষা পায়নি। ভোটের অধিকার ফিরিয়ে দিতে সিলেটের কিংবদন্তী নেতা এম ইলিয়াস আলীসহ অসংখ্য নেতাকর্মীরা নির্যাতন, গুম, খুন হয়েছেন। দেশি-বিদেশি শত্রুরা চায়না জাতীয়তাবাদী শক্তি বিএনপি ক্ষমতায় আসুক। বিএনপি যখনই ক্ষমতায় গিয়েছে তখনই দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করেছিলো। আমাদের মধ্যে এখনও বিভিন্ন ব্যক্তি চর্চা রয়েছে। এতে দল ক্ষতিগ্রস্থ হচ্ছে। সত্যিকারভাবে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আর সেই ঐক্যবদ্ধ হবে ইস্পাত কঠিনের মতো।
অনুষ্ঠানের বিশেষ অতিথি এম নাসের রহমান জামায়াতকে ইঙ্গিত করে বলেন, একটি বিশেষ দল রয়েছে তাদের টাকার কোন অভাব নেই। ওদের ব্যাংক, হাসপাতাল রয়েছে। ওদের বড় বড় নেতারা বেতনভুক্ত। টাকা তাদের কাছে কোন ফ্যাক্টর নয়। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী নির্বাচন হবে খুবই কঠিন। আওয়ামী লীগ ওই দলের ওপর ভর করে আগামী নির্বাচনে প্রার্থী দিবে, তারা বিএনপিকে ঠেকানোর জন্য মরিয়া হয়েছে। বিগত ১৬টি বছর বিএনপির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করা হয়েছে। আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে অংশগ্রহণের জন্য পদের পেছনে ও নেতার পেছনে না ছুটে মাঠে নেমে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শনিবার কুলাউড়া উপজেলায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়।
দলীয় সূত্রে জানা গেছে, বিকেল চারটা থেকে দ্বিতীয় অধিবেশন অর্থাৎ কাউন্সিলে কুলাউড়া উপজেলার বিএনপির ১৩ ইউনিয়নের ৯৩৫ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। কাউন্সিলে সভাপতি পদে প্রতিদ্বন্ধিতায় রয়েছেন দুইবারের সাবেক সভাপতি শওকতুল ইসলাম শকু, সাবেক সভাপতি ও কুলাউড়া পৌরসভার পাঁচ বারের কাউন্সিলর জয়নাল আবেদীন বাচ্চু। সিনিয়র সহ-সভাপতি পদে রয়েছেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল জামাল, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদরুল হোসেন খান, বিএনপি নেতা জয়নুল ইসলাম জুনেদ। সাধারণ সম্পাদক পদে রয়েছেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী, বদরুজ্জামান সজল ও সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা সুফিয়ান আহমেদ। সিনিয়র যুগ্ম সম্পাদক পদে রয়েছেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, জয়চন্ডী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কমর উদ্দিন আহমদ কমরু, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মইনুল হক বকুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক বিএনপি নেতা সারোয়ার আলম বেলাল। সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও ইউপি সদস্য আব্দুল মুক্তাদির মনু, সাবেক ছাত্রনেতা নুরুল ইসলাম ইমন, বিএনপি নেতা ও সাবেক ছাত্রনেতা সিপার আহমেদ, ব্রাহ্মণবাজার বিএনপি নেতা মহিউদ্দিন স্বপন।

মঙ্গলবার (২১অক্টোবর) জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় কমিটির সভাপতি কে,এম হারুন অর রশিদ ও সাধারন সম্পাদক মিয়া মোহাম্মদ রাজিবুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সভাপতি- সাধারন সম্পাদকসহ ৫৩ সদস্য বিশিষ্ট নির্বাহি কমিটি ঘোষনা দেন। ওই কিমিটির নির্বাহি সদস্য হিসেবে নূর আলমের নাম রয়েছে।
১ ঘণ্টা আগে
নিখোঁজ মুফতি মুহিবুল্লাহর ছেলে আব্দুল্লাহ জানান, তিনি জুমার নামাজে হিন্দু সম্প্রদায়ের সংগঠন ইসকন নিয়ে বয়ান করে ছিলেন। এরপর থেকে তাকে হুমকি দিয়ে বেশ কয়েকটি উড়ো চিঠি দেয়া হয়। এরপর থেকে তিনি বিষয়টি নিয়ে মসজিদ কমিটির সাথে কথা বলেন। একপর্যায়ে বুধবার সকাল থেকে তিনি নিখোঁজ হন।
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালীতে নদী শাসন ও ভাঙনরোধ প্রকল্পের কাজে বাধার প্রতিবাদে মানববন্ধন করেছে গ্রামবাসী। বুধবার বিকেলে যমুনা নদীর তীর সংলগ্ন এলাকায় স্থানীয় নদীপাড়ের মানুষ এ মানববন্ধন করে।
২ ঘণ্টা আগে
স্থানীয়রা জানান, আলমাস উপজেলার ৩ নম্বর চারিকাটা ইউনিয়নের নয়াখেল পূর্ব গ্রামের শরীফ উদ্দিনের ছেলে। জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) সুইরঘাট বিওপির চার বিজিবি সদস্য দুটি মোটরসাইকেলযোগে চোরাইপণ্যবাহী একটি পিকআপকে ধাওয়া করেন। এ সময় বিজিবির ছোড়া গুলিতে আলমাস গুলিবিদ্ধ হন।
৩ ঘণ্টা আগে