বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৮: ৪৪

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উপজেলার করগাঁও ইউনিয়নের পাঞ্জারাই গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার পাঞ্জারাই গ্রামের রতিশ সরকারের ছেলে শ্রাবন সরকার (৩), জগাই সরকারের ছেলে শুভ সরকার (৪) ও তাদের ফুফাতো বোন নোয়াগাঁও গ্রামের ব্রজ লাল সরকারের কন্যা অহনা রানী সরকার (৫) বাড়ির পাশে খেলার করার সময় বাড়ির পেছনের পুকুরে পড়ে যায়। বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি করে তাদের কোনো সন্ধান পাননি। এক পর্যায়ে জনৈক মহিলা অহনা রানী সরকারকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে তাকে উদ্ধার করা হয়। পরে এলাকার লোকজন পুকুরে পানিতে ডুবিয়ে ও জাল ফেলে শুভ সরকার ও শ্রাবন সরকারের লাশ উদ্ধার করে। তাৎক্ষণিক তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. চম্পক কিশোর সাহা জানান, হাসপাতালের আসার আগেই তিন বাচ্চার মৃত্যু হয়েছে।

ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শেখ কামরুজ্জামান।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত