আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে লাঞ্ছিত করার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন দলটির সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ। সোমবার পাঠানো এক বিবৃতিতে জেলা নেতৃবৃন্দ এ ঘটনাকে ‘নোংরা ও সহিংস রাজনৈতিক সংস্কৃতির নগ্ন বহিঃপ্রকাশ’ বলে উল্লেখ করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতা ও বাংলার সাহসী উচ্চারণ, জুলাই যোদ্ধা আইনজীবীর ওপর এই ধরনের হঠকারী ও অসভ্য আচরণ শুধু ব্যক্তিগত মর্যাদাহানিই নয়, গণতান্ত্রিক মূল্যবোধ ও সভ্য রাজনীতির ওপরও গুরুতর আঘাত। মতবিরোধ বা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা কোনোভাবেই হামলা–লাঞ্ছনার মাধ্যমে প্রকাশ হতে পারে না।
জেলা এবি পার্টি এ ঘটনার সঙ্গে জড়িত চাঁদাবাজদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানায়।
এছাড়া তারা বলেন, রাজনীতিতে সহিষ্ণুতা, পারস্পরিক সম্মান ও গণতান্ত্রিক আচরণ প্রতিষ্ঠা না হলে সমাজে উসকানি, উত্তেজনা ও সহিংসতা আরও বৃদ্ধি পাবে, যা দেশের স্থিতিশীলতা ও রাজনৈতিক পরিবেশের জন্য ক্ষতিকর।
বিবৃতিতে আরো বলা হয়, এবি পার্টি শান্তিপূর্ণ ও ভদ্র রাজনৈতিক চর্চায় বিশ্বাসী। কোনোভাবেই সহিংসতা বা উত্তেজনার রাজনীতি এ দেশের ভবিষ্যৎ হতে পারে না। চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলায় ব্যারিস্টার ফুয়াদের ওপর হামলার যথাযথ বিচার নিশ্চিত করে রাজনৈতিক ক্ষেত্রের নিরাপত্তা ও শিষ্টাচার রক্ষায় রাষ্ট্রকে কার্যকর ভূমিকা রাখতে হবে।
এ ঘটনায় সুনামগঞ্জ এবি পার্টির নেতৃবৃন্দ ব্যারিস্টার ফুয়াদের প্রতি সংহতি ও সমবেদনা জানিয়ে ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্টদের সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

