আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কুলাউড়ায় বিএনপিতে অনুপ্রবেশকারী সেই সেন্টু বহিষ্কার

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

কুলাউড়ায় বিএনপিতে অনুপ্রবেশকারী সেই সেন্টু বহিষ্কার

মৌলভীবাজারের কুলাউড়ায় বরমচাল ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড বিএনপির কমিটিতে সদস্য হিসেবে স্থান পাওয়া বিতর্কিত যুবলীগ নেতা আজমল আলী শাহ সেন্টুকে বহিষ্কারের নির্দেশ দিয়েছে মৌলভীবাজার জেলা বিএনপি।

বিজ্ঞাপন

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন স্বাক্ষরিত একটি চিঠি কুলাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক বরাবর চিঠি পাঠানো হয়েছে। এ চিঠির অনুলিপি দেয়া হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ জি কে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন ও মিফতাহ সিদ্দিকীকে।

এর আগে “যুবলীগ নেতা এখন বিএনপির সদস্য” শিরোনামে একটি সংবাদ দৈনিক আমার দেশ-এ প্রকাশিত হয়। এতে সারা দেশে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। পরে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে জেলা আহ্বায়ক কমিটিকে অবহিত করার জন্য উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিকে নির্দেশ দেয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে সেন্টুকে বহিষ্কাদের সিদ্ধান্ত নেয়া হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন