সংসদ নির্বাচন সামনে রেখে প্রার্থীদের প্রচারে সরব হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) নির্বাচনি এলাকা। হাটবাজার, চায়ের স্টল থেকে শুরু করে গ্রামীণ জনপদে ভোটারদের মন জয় করার জন্য নানা কৌশলে প্রার্থীদের প্রচারে মুখরিত গ্রাম-গ্রামান্তর।
ওই আসনে মূল লড়াই হবে দুই প্রতিদ্বন্দ্বীর। বিএনপি মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়া ও বিএনপির বিদ্রোহী (বর্তমানে বহিস্কৃত) স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি শেখ সুজাত মিয়ার মধ্যে হবে হাড্ডাহাড্ডি লড়াই। ইতিমধ্যে নির্বাচনি প্রচারে এগিয়ে স্বতন্ত্র প্রার্থী শেখ সুজাত মিয়া।
বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়া নির্বাচনি প্রচারে তেমন সময় না দিলেও চমক সৃষ্টি করেছেন তার স্ত্রী সিমি কিবরিয়া। তিনি দলীয় নেতাকর্মী নিয়ে গ্রামেগঞ্জে স্বামী বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার পক্ষে মাঠ চষে বেড়াচ্ছেন।
তবে বেশির ভাগ দলীয় নেতাকর্মীকে ভোটের মাঠে দেখা যাচ্ছে না। তাদের অভিযোগ, দলীয় প্রার্থী ও দায়িত্বশীল নেতারা তাদের অবমূল্যায়ন করছেন। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী শেখ সুজাত মিয়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার আবেগঘন লেখা পোস্ট করে মানুষের হৃদয়ে স্থান করে নেওয়ার চেষ্টা করছেন।
তিনি তার ফেসবুক আইডিতে দীর্ঘ ৪০ বছর বিএনপির রাজনীতিতে অবদান, দলীয় নেতাকর্মীদের ভালোবাসা, দলের জন্য তার জীবন, যৌবন, অর্থ-বিত্ত বিসর্জনসহ তার মৃত্যুতে দলের ভাই হিসেবে জানাজার নামাজে অংশ গ্রহণ করার আহ্বান ইত্যাদি লেখা দিয়ে সাধারণ মানুষের মনে ঠাঁই করে নিচ্ছেন।
এ ব্যাপারে শেখ সুজাত মিয়া বলেন, যে দলের জন্য জীবনের ৪০টি বছরে সবকিছু বিলিয়ে দিলাম, আজ সেই দল আমাকে ত্যাগ করল। এখন আমার কোনো দল নেই। এলাকার মানুষ, দলের তৃণমূল নেতাকর্মীরাই আমার শেষ ভরসা। তার বিশ্বাস, মানুষ তাকে হৃদয় থেকে ভালোবাসে এবং নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হবেন।
ড. রেজা কিবরিয়ার সহধর্মিণী সিমি কিবরিয়া বলেন, ‘২০১৮ সালের নির্বাচনে তিনি দেশের বাইরে অবস্থান করায় স্বামীর নির্বাচনি প্রচারে অংশ নিতে পারেননি। ত্রয়োদশ নির্বাচনে স্বামীর পাশে থেকে নির্বাচনে কাজ করতে গিয়ে দলের নেতাকর্মীদের আন্তরিক সহযোগিতায় তিনি মুগ্ধ হয়েছেন। তার স্বামী নির্বাচিত হলে দেশ তথা নবীগঞ্জ-বাহুবল এলাকার ব্যাপক উন্নয়ন হবে। জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

