জামায়াতের নেতৃত্বে বাংলাদেশ নতুন দিগন্তে পৌঁছাবে

উপজেলা প্রতিনিধি, দোয়ারাবাজার (সুনামগঞ্জ)
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ১৯: ০২

ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ ইনশাআল্লাহ জামায়াতে ইসলামীর নেতৃত্বে এক নতুন দিগন্তে পৌঁছাবে বলে মন্তব্য করেছেন অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানি।

বৃহস্পতিবার ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দোয়ারাবাজার উপজেলা শাখার উদ্যোগে এক সমাবেশ তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ছাতক-দোয়ারা আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানি বলেন, “ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ ইনশাআল্লাহ জামায়াতে ইসলামীর নেতৃত্বে এক নতুন দিগন্তে পৌঁছাবে। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার দেশের মাটি ও মানুষের ওপর যে জুলুম চালিয়েছে, তার বিচার বাংলার মাটিতেই হবে। শেখ হাসিনার দোসররা এ দেশের নিরীহ মানুষের রক্ত ঝরিয়েছে, জামায়াতের বহু নেতৃত্বকে ফাঁসিতে ঝুলিয়েছে—এই সব হত্যার বিচার একদিন হবেই ইনশাআল্লাহ।”

উপজেলা জামায়াতের আমীর ডা. হারুনুর রশিদের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সুনামগঞ্জ জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার, অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুস।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর কামাল উদ্দিন, সিলেট মহানগর কোতোয়ালি থানা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট সিরাজুল ইসলামসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত