আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সিলেট-তামাবিল সড়কে দুর্ঘটনায় ৩ জন নিহত

সিলেট ব্যুরো
সিলেট-তামাবিল সড়কে দুর্ঘটনায় ৩ জন নিহত

সিলেট-তামাবিল সড়কে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে ছাত্রদলের দুই নেতাসহ ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

বিজ্ঞাপন

শুক্রবার সকালে জৈন্তাপুর উপজেলার দামড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে দুইজন ঘটনাস্থলে এবং একজন সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যায়।

তামাবিল হাইওয়ে থানার ওসি মোহাম্মদ হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের তাৎক্ষণিক পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, সুনামগঞ্জের ছাতক পৌর এলাকার কয়েকজন ছাত্রদল নেতাকর্মী প্রাইভেটকারে জাফলং যাচ্ছিলেন। পথে বাঘেরসড়ক এলাকায় প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। গুরুতর আহত হন গাড়িচালকসহ তিনজন। ওসমানী মেডিক্যালে নেওয়ার পর আরও একজন মারা যান।

জৈন্তাপুর মডেল থানার ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, লাশ ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছি। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে। প্রাইভেটকারটি উদ্ধার করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন