সাদাপাথর লুট: বিএনপি, জামায়াত ও এনসিপির পৃথক সংবাদ সম্মেলন

সিলেট ব্যুরো
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ২১: ০৪

সিলেটের সাদাপাথর লুটের ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে ৪২ জনের তালিকায় বিএনপি, জামায়াত ও এনসিপির নেতাদের নাম আসায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। রাজনৈতিক দলগুলো পৃথক সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছে, প্রকৃত পাথর লুটেরাদের আড়াল করার জন্যই তাদের বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে।

জামায়াতের সংবাদ সম্মেলন: ‘দুদককে প্রমাণ করতে হবে, না হয় ক্ষমা চাইতে হবে’

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে সিলেটে এক সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর মহানগর আমির ফখরুল ইসলাম বলেন, ভোলাগঞ্জের পাথর লুটের ঘটনার সঙ্গে তাদের কোনো নেতাকর্মী বা সমর্থকের ন্যূনতম সম্পর্ক নেই। তিনি অভিযোগ করেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের নেতাদের নাম এই ঘটনার সঙ্গে জড়ানো হয়েছে।

দুদকের প্রতিবেদনের বরাত দিয়ে গণমাধ্যমে প্রকাশিত তালিকায় তার এবং জেলা জামায়াতের সেক্রেটারি জয়নাল আবেদীনের নাম উল্লেখ করা হয়েছে, যা সম্পূর্ণ কাল্পনিক বলে তিনি দাবি করেন। তিনি আরও বলেন, সিলেট জামায়াতের পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। তিনি দুদককে তাদের এই প্রতিবেদন প্রমাণ করতে বলেন, অন্যথায় তাদের ক্ষমা চাইতে হবে। সংবাদ সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনপির সংবাদ সম্মেলন: ‘চ্যালেঞ্জ জানাচ্ছি’

বুধবার বিকেলে সিলেট মহানগর বিএনপির সভাপতি কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী এক সংবাদ সম্মেলন করে বলেন, কোনো প্রকার তথ্য-প্রমাণ ছাড়াই তাদের নাম পাথর লুটেরাদের তালিকায় যুক্ত করা হয়েছে। এতে তারা রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছেন।

কয়েস লোদী বলেন, “আমরা চ্যালেঞ্জ দিয়ে বলছি, কোনোভাবেই এই অপকর্মের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকার প্রশ্নই আসে না। যারা এই মিথ্যা তথ্যটি পরিবেশন করেছেন, তাদের এটি প্রমাণ করতে হবে অথবা নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।” তিনি অভিযোগ করেন, গত ১৫ বছর ধরে স্থানীয় আওয়ামী লীগ ও প্রশাসনের প্রত্যক্ষ মদদে এই এলাকায় লুটপাট চলছে। তারা এই ধরনের ভিত্তিহীন ও কাল্পনিক সংবাদ প্রকাশের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।

এনসিপির সংবাদ সম্মেলন: ‘বিশ্বাসযোগ্য তথ্য নেই’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিলেট জেলা ও মহানগর শাখার পক্ষ থেকেও এক সংবাদ সম্মেলনে এর প্রতিবাদ জানানো হয়েছে। এতে জেলার প্রধান সমন্বয়কারী নাজিম উদ্দিন সাহান এবং মহানগরের প্রধান সমন্বয়কারী আবু সাদেক মোহাম্মদ খায়রুল ইসলামের নাম আসায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

লিখিত বক্তব্যে নাজিম উদ্দিন সাহান বলেন, প্রকাশিত প্রতিবেদনে দুদকের কথিত রেফারেন্সের উল্লেখ থাকলেও, কোনো সুনির্দিষ্ট অভিযোগ, তদন্ত প্রতিবেদন কিংবা বিশ্বাসযোগ্য তথ্য নেই। তিনি এই ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের নিন্দা জানান।

শুক্র-শনিবারও চলবে বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম

প্রধান উপদেষ্টার আদেশে জুলাই সনদের আইনি রূপ দিতে হবে

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি

আইআরআই’র সঙ্গে নির্বাচনের প্রক্রিয়া ও ইসির নিরপেক্ষতা নিয়ে আলোচনা এনসিপির

দেশে মুক্তি পাচ্ছে জাপানি অ্যানিমে সিরিজ, শিশুদের দেখা নিষেধ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত