অন্যায় ও বিএনপি একসঙ্গে করা যাবে না: জি কে গউছ

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশ : ১২ জুন ২০২৫, ১৫: ৪০

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ-৩ সংসদীয় আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী জি কে গউছ বলেছেন, বিএনপি বরাবরই জনগণের দল। বিএনপি জনগণের চোখের ভাষা, মনের ভাষা বুঝার চেষ্টা করে যাচ্ছে। তারেক রহমান সাহেব বারবার বলে যাচ্ছেন যারা দুষ্টামি করবেন, পুলিশের উপর বল প্রয়োগ করবেন, অন্যায় এবং বিএনপি একসঙ্গে করা যাবে না।

বিজ্ঞাপন

বুধবার বিকেলে হবিগঞ্জের লাখাই উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও এলাকার বিশিষ্টজনদের সঙ্গে ঈদ পরবর্তী মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

জি কে গউছ বলেন, জনগণের ভোট ছাড়া, নির্বাচিত সরকার ছাড়া জনগণের মনের দুঃখ দূর করা যাবে না। তাই প্রয়োজনীয় সংস্কার শেষ করে যতদ্রুত সম্ভব নির্বাচনের দাবি জানান তিনি।

ওয়ার্ড বিএনপির সভাপতি জুনাইদ মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের পরিচালনায় অন্যাদের মধ্যে বক্তৃতা করেন, অ্যাডভোকেট সামছুল ইসলাম, আব্দুল ওয়াদুদ তালুকদার, শেখ ফরিদ মিয়া, তাজুল ইসলাম মোল্লা, সামছুদ্দিন আহমেদ, আব্দুল মোতালিব, মর্তুজ আহমেদ রিপন, অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, মাহফুজুর রহমান, শফিকুল ইসলাম, মাহমুদুল হাছান, মাহবুব আলম মালু, মশিউর রহমান সাচ্চু, মিয়া মো. লায়েছ, ফজলে রাব্বিসহ আরো অনেকেই।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত