আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে সুনামগঞ্জে ছাত্রসমাজের বিক্ষোভ

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে সুনামগঞ্জে ছাত্রসমাজের বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ ও ছাত্র শক্তি। শুক্রবার বিকেলে শহরের প্রাণকেন্দ্র আলফাত স্কয়ার (ট্রাফিক পয়েন্ট) এলাকায় এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।

বিজ্ঞাপন

​বিক্ষোভ মিছিলে বক্তারা ওসমান হাদি হত্যার তীব্র নিন্দা জানিয়ে বলেন, বিপ্লবোত্তর বাংলাদেশে দেশপ্রেমিক ও সাহসী কণ্ঠস্বরদের স্তব্ধ করে দিতেই এই পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। বক্তারা অবিলম্বে এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় ছাত্রসমাজ রাজপথে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

​বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন, জুলাই বিপ্লবের অন্যতম যোদ্ধা ও সাধারণ সম্পাদক শেখ এমদাদুল হক, জেলা এনসিপি আহ্বায়ক উসমান গণী, ফয়সল আহমেদ এবং যুগ্ম আহ্বায়ক শাহীন আলম।

​পৃথক মিছিলে ছাত্র জমিয়তের পক্ষে বক্তব্য রাখেন, জেলা ছাত্র জমিয়ত নেতা তোহা হোসাইন, হাফিজ হেলাল আহমেদ, ইয়াহিয়া ও রিয়াজ উদ্দিন। এছাড়াও সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতা আব্দুল্লাহ গাজী নগরী, পৌর জমিয়ত নেতা আসাদ আহমেদ এবং সদর উপজেলা যুব জমিয়ত নেতা নাছির উজ্জামান প্রমুখ।

​বিকেলে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি পুনরায় আলফাত স্কয়ারে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরাও এই প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন