ছাতক সীমান্তে ১৭ বাংলাদেশিকে পুশইন করলো বিএসএফ

উপজেলা প্রতিনিধি, ছাতক (সুনামগঞ্জ)
প্রকাশ : ১২ জুন ২০২৫, ১৫: ০৭

ছাতকের ইসলামপুর ইউনিয়নের ছনবাড়ী-নোয়াকোট সীমান্ত দিয়ে আবারো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১৭ নাগরিককে পুশইন করেছে।

বিজ্ঞাপন

বুধবার দিবাগত রাত ১টা থেকে ৩টার মধ্যে ছনবাড়ী সীমান্ত দিয়ে নারী পুরুষ, শিশুসহ ১৭ জন নাগরিককে পুশইন করে বিএসএফ।

পুশইনকৃতদের মধ্যে ৪ পরিবারের পুরুষ ৫ জন, নারী ৪ জন ও শিশু রয়েছে ৮ জন। প্রাথমিকভাবে জানা গেছে, ১৭ জন নাগরিক লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার বাসিন্দা। তারা দীর্ঘদিন ধরে ভারতে অবৈধভাবে প্রবেশ করে স্থায়ীভাবেই বসবাস করে আসছিলেন। ভারতে তাদের বাড়িঘরও রয়েছে।

বৃহস্পতিবার ভোরে বিএসএফ কর্তৃক পুশইনকৃত ৪ পরিবারের

১৭ নাগরিককে আটক করেছে নোয়াকোট বিওপি ক্যাম্পের

হাবিলদার মো. শফিকুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি টহল টিম।

আটককৃতরা হচ্ছেন লালমনিরহাট জেলার কুলিয়াঘাটের সামসুল আলীর ছেলে মো. সাইফুল ইসলাম (৩৫), সাইফুল ইসলামের স্ত্রী মোছা. আরজিনা বেগম (২৮), ছেলে মো. জাহিদ হাসান (১০), মো. জাহেদুল ইসলাম (০৬) ও মেয়ে ফেরদৌসী বেগম (০৪)।

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি গোগারকুটি এলাকার সফিকুল ইসলামের ছেলে মো. শরীফুল ইসলাম ( ১৮) ও মো. সুজন আলী (২৫), মো. সুজন আলীর স্ত্রী ফজলে বেগম (২৩), মো. সুজন আলীর মেয়ে সুমাইয়া (০৫) ও ছেলে মো. ইব্রাহিম (১৮ মাস)।

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী-নাকারগঞ্জ এলাকার মো. নূর হোসেনের ছেলে মো. মহুবর আলী (৩০), মহুবর আলীর স্ত্রী মনিরা বেগম (২২), মহুবর আলীর ছেলে মো. মীর হোসেন (০৩), মহুবর আলীর মেয়ে মোর্শেদা খাতুন (৯), কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী-গাবতলা বাজার এলাকার গোবিন্দ চন্দ্রের ছেলে মিঠুন চন্দ্র (২৪), মিঠুন চন্দ্রের স্ত্রী দীপ্তি (২২), মিঠুন চন্দ্রের মেয়ে তুলসী (০২)। এ সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ২৮ মে বাংলাদেশে আরো ১৬ জন নাগরিককে পুশইন করেছিল।

ছাতকের ইসলামপুর ইউনিয়নের নোয়াকোট বিওপি ক্যাম্পের হাবিলদার মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ৪ পরিবারের ১৭ সদস্যকে ছাতক থানায় হস্তান্তর করা হবে। হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত