সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশ : ১১ জুন ২০২৫, ১৬: ১১

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

বিজ্ঞাপন

জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি দুপুর ১:২০ মিনিটে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যালের কাছে পৌঁছালে ইঞ্জিন বিকল হয়ে যায়।

এমএ মজিদ নামে এক যাত্রী বলেন, সিলেটে যাওয়ার জন্য স্টেশনে এসে জানতে পারি ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেছে। কাউন্টারে যোগাযোগ করলে টিকেট রিফান্ডের সুযোগ নাই বলে তারা জানান৷ এতে করে ভোগান্তির পাশাপাশি আর্থিক ক্ষতিরও সম্মুখীন হতে হয়েছে।

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার লিটন চন্দ্র দে জানান, নোয়াপাড়া স্টেশন থেকে ১২:৫৩ মিনিটে ট্রেনটি ছেড়ে আসে। সেই হিসেবে শায়েস্তাগঞ্জ স্টেশনে ১:২৫ মিনিটে পৌছানোর কথা ছিলো। কিন্তু যান্ত্রিক গোলযোগের কারনে ট্রেনটি আউটার সিগন্যালে থেমে যায়। ফলে সিলেটের সাথে রেল যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে। কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে তা এক্ষুনি বলা যাচ্ছে না।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত