যৌথবাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার, আটক ৯

উপজেলা প্রতিনিধি, (কোম্পানীগঞ্জ) সিলেট
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ১৬: ৩৯

সিলেটের কোম্পানীগঞ্জে যৌথবাহিনীর অভিযানে নয়জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের বাড়ি থেকে একটি এয়ার রাইফেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। অন্য একটি অভিযানে পাথর বোঝাই বাল্কহেডসহ পাঁচজনকে আটক করা হয়েছে। শনিবার দিবাগত রাত থেকে ভোর পর্যন্ত এ অভিযান চলে।

অস্ত্রসহ আটকরা হলেন ভোলাগঞ্জ আদর্শ গ্রামের কুতুব উদ্দিন (পাগলা শাহ), ভোলাগঞ্জ উত্তর পাড়ার আব্দুল ওয়াহিদ তার ছেলে জাহিদ আহমদ ও রুহেল আহমদ। পাথর বোঝাই বাল্কহেডসহ আটকরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার মো. সাব্বির রহমান, মো. সুমন মিয়া, মো. বাসেদ মিয়া, মো. শাহিন আহমেদ ও মো. রাফি আহমেদ। তারা বাল্কহেড পরিচালনার কাজ করতেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ভোলাগঞ্জ থেকে যৌথবাহিনীর অভিযানে চারজন ও উপজেলা পরিষদের সামনের নদী থেকে ভাঙা পাথর বোঝাই বাল্কহেডসহ পাঁচজনকে আটক করা হয়।

সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি এবং পুলিশের সমন্বয়ে ভোলাগঞ্জ ক্লাস্টার ভিলেজে চেকপোস্ট স্থাপন করে তল্লাশির সময় জিজ্ঞাসাবাদে সন্দেহ হলে যৌথবাহিনী অভিযান চালায়। এ সময় এল/সি পাথর ব্যবসায়ী কুতুব উদ্দিন (পাগলা শাহ) এবং আব্দুল ওয়াহিদের বাড়ি থেকে একটি এয়ার রাইফেল, দু’টি রাম দা, দু’টি লম্বা দা, বল্লম (বর্শা), ছুরি ও ভারতীয় মদ উদ্ধার করে। অন্যদিকে ভোর রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযানে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের সামনের নদী থেকে ভাঙা পাথর বোঝাই একটি স্টিলের বাল্কহেডসহ পাঁচজনকে আটক করে থানায় হস্তান্তর করেছেন।

কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান ভোলাগঞ্জ থেকে অস্ত্রসহ ৪ জনকে আটক করা হয়েছে। তাদের রাজনৈতিক কোনো পরিচয় পাওয়া যায়নি। এ বিষয়ে আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি। বাল্কহেড দিয়ে পাথর নেয়ার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট পাঁচজনকে আটক করেছেন। তাদের সবার বিরুদ্ধে মামলা দিয়ে কোর্টে পাঠানো হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত