আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সিলেট ক্যান্টনমেন্ট কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

সিলেট ব্যুরো

সিলেট ক্যান্টনমেন্ট কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে ৬ষ্ঠ আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ সোমবার সিলেট সেনানিবাসস্থ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সুলতান মাহমুদ শ্যামল। শুরুতে প্রধান অতিথি বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অপরাজিতা লেডিস ক্লাবের সহ সভাপতি বেগম জাফরিন আক্তার।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ লে: কর্নেল ইমরান হোসেইন পিএসসি জি।

তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, শিক্ষার সার্বিক মানোন্নয়ন, গুণগত ও মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং ভবিষ্যতের দায়িত্বশীল নাগরিক গঠনে সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ একটি অগ্রণী ও কার্যকর ভূমিকা পালন করে চলেছে। তিনি আগত সকলকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন এবং দোয়া কামনা করেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশনায় মার্চপাস্ট, তায়কোয়ন্ডো প্রদর্শনী ও সন্ধ্যায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। এই আয়োজন উপভোগ করেন অতিথিরা।

অনুষ্ঠানে সিলেট এরিয়া ও ১৭ পদাতিক ডিভিশনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমন্ত্রিত অতিথি, সাংবাদিক, প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবকবৃন্দ, কর্মকর্তা, কর্মচারী এবং ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...