চাঁদাবাজমুক্ত ও ন্যায়–ইনসাফভিত্তিক সুনামগঞ্জ-৫ (ছাতক ও দোয়ারাবাজার) গড়তে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়েছেন জামায়াত প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী। রোববার সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে নরসিংপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে ‘জনতার মুখোমুখি–সালাম মাদানী’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আব্দুস সালাম আল মাদানী বলেন, মানুষ এখন আর দাদার আদা পড়ে না; তারা নগদে বিশ্বাসী। অতীতে যারা মানুষের পাশে থেকেছে—ভবিষ্যতেও মানুষ তাদের পাশে পেতে চায়। এজন্যই জনগণ জামায়াতে ইসলামীর প্রতি আস্থাশীল। মানুষ জান–মালের নিরাপত্তা চায়, চায় দাসত্বমুক্ত সমাজ। তারা আলেম–ওলামাদের সংসদ দেখতে চায়, কোরআনের আলোকে পরিচালিত ন্যায়ভিত্তিক রাষ্ট্র চায়।
ব্যতিক্রমধর্মী এ অনুষ্ঠানটি বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত চলে। এতে উপস্থিত ভোটাররা এলাকায় স্বাস্থ্যসেবা, শিক্ষাব্যবস্থা, রাস্তাঘাট, যোগাযোগ, বেকার যুবকদের কর্মসংস্থানসহ জনভোগান্তির বিভিন্ন সমস্যা তুলে ধরেন। পরে সেসব প্রশ্নের উত্তর দেন প্রার্থী আব্দুস সালাম মাদানী। তিনি নির্বাচিত হলে আগামী পাঁচ বছরের উন্নয়ন–কর্মপরিকল্পনাও উপস্থাপন করেন।
নরসিংপুর ইউনিয়ন জামায়াতের আমির আতাউর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি রফিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমির ডা. হারুন অর রশীদ, জেলা ছাত্রশিবির সভাপতি মেহেদী হাসান তুহিন, সিলেট কোতোয়ালি থানা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, দোয়ারাবাজার উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইন, সিলেট মহানগর জামায়াত নেতা ইঞ্জিনিয়ার আবু জাফর, সাবেক ছাত্রনেতা আলিমুর রহমান, নরসিংপুর ইউনিয়ন যুব ফোরামের সভাপতি আবিদ রনি, সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, ছাতক উপজেলা জামায়াত নেতা মাওলানা সিদ্দিকুর রহমান, অ্যাডভোকেট শফিকুল ইসলামসহ আরো অনেকে।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামী ও বিভিন্ন অঙ্গসংগঠনসহ ইসলামী ছাত্রশিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। শেষে সিলেটের দিশারী শিল্পী গোষ্ঠীর শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন।

