নিঝুম পল্লির পাঠাগার ছড়িয়ে দিচ্ছে জ্ঞানের আলো

চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, কুলাউড়া (মৌলভীবাজার)
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ১১: ০২

কুলাউড়ার টিলাগাঁও ইউনিয়নের নিঝুম পল্লি আশ্রয়গ্রামের ‘সৈয়দ জুনাব আলী আনোয়ারা সংস্কৃতি কেন্দ্র ও পাঠাগার’ জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছে। উপজেলা শহর থেকে প্রায় ১৯ কিলোমিটার দূরে পাঠাগারটির অবস্থান। শুধু একটি গ্রাম নয়, আশপাশের কয়েকটি গ্রামও জ্ঞানের আলোয় আলোকিত হচ্ছে। বিকালবেলায় এলাকার তরুণ থেকে শুরু করে বয়োবৃদ্ধরাও বই ও পত্রিকা পড়তে পাঠাগারে জমায়েত হন। স্কুল ছুটির পর ছাত্ররাও আসে বই পড়তে। বিশেষ করে প্রতি শুক্রবার ও শনিবার বই পড়তে অনেক ছাত্রের সমাগম ঘটে। এ রকম প্রত্যন্ত অঞ্চলে পাঠাগারে বসে বই ও খবরের কাগজ পড়ার রেওয়াজ খুব একটা চোখে পড়ে না। ব্যতিক্রম এই ‘সৈয়দ জুনাব আলী আনোয়ারা সংস্কৃতি কেন্দ্র ও পাঠাগার’।

আশ্রয়গ্রাম ছাড়াও আশপাশের গ্রাম বালিয়া, লালবাগ, ইছবপুর, জালালপুর, বিজলী, চানপুর ও নয়াবাজার গ্রামের বইপ্রেমীরা পাঠাগারের সদস্য হয়ে বিভিন্ন বই ঘরে নিয়ে পড়াশোনা করেন। পাঠাগারে আড়াই হাজারের মতো শিশুতোষ বই এবং ইতিহাস, ভ্রমণকাহিনি, ছড়া ও কবিতার রুচিশীল বই রয়েছে। সদস্যসংখ্যা ২৫০ জন। ২০১৭ সালে সৈয়দ জুনাব আলী আনোয়ারা সংস্কৃতি কেন্দ্র ও পাঠাগার প্রতিষ্ঠিত হয়, যার প্রতিষ্ঠাতা স্থানীয় হাই স্কুলের শিক্ষক সৈয়দ মোকাম্মেল আলী (মুন্না)।

বিজ্ঞাপন

স্কুলছাত্র মাহবুবুর রহমান তোফায়েল, নাহিদ ইসলাম জিসান, আব্দুল আলভী সোহান, সজীব হাসান, রক্তিম দে, মো. মুসাব আল হায়াত ও মো. আব্দুল মুহাইমিন চৌধুরী জানায়, প্রতি শুক্র ও শনিবার স্কুল বন্ধ থাকায় পাঠাগারে এসে বই পড়ে। কোনো কোনো দিন স্কুল ছুটির পরও তারা এসে বই পড়ে। স্থানীয় বাসিন্দা ফার্মাসিস্ট সৈয়দ ইমরান আলী, রাজনীতিবিদ আব্দুল মুকিত চৌধুরী, আব্দুল করিম চৌধুরী ও ওয়াহিদ মিয়া জানান, পাঠাগারটি এলাকায় জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছে। শিশু ও তরুণরা মাদকসহ বাজে কাজে লিপ্ত না হয়ে পাঠাগারে এসে বই পড়ছে এবং বই নিচ্ছে। এই চর্চা যত বাড়বে ততই মঙ্গল।

সৈয়দ জুনাব আলী আনোয়ারা সংস্কৃতি কেন্দ্র ও পাঠাগারের প্রতিষ্ঠাতা সৈয়দ মোকাম্মেল আলী (মুন্না) আমার দেশকে বলেন, ‘এখানে যেকোনো বয়সের, যেকোনো পেশার লোক পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে পারেন। তারা ইতিহাস-ঐতিহ্য, সংস্কৃতি, ধর্মসহ নিত্যনতুন তথ্য জানতে পারছেন। আমাদের পাঠাগারে রুচিশীল বই স্থান পেয়েছে।’ তিনি জানান, ভবিষ্যতে এলাকাবাসীকে নিয়ে কিছু জায়গা কিনে বড় পরিসরে একটি পাঠাগার তৈরি করার পরিকল্পনা রয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত