আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সিলেটের আলিয়া মাঠে বিএনপির নির্বাচনি সমাবেশ শুরু

স্টাফ রিপোর্টার

সিলেটের আলিয়া মাঠে বিএনপির নির্বাচনি সমাবেশ শুরু
ছবি: আমার দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সিলেট নগরীর ঐতিহাসিক সরকারি আলিয়া মাদরাসা মাঠে বিএনপির নির্বাচনি জনসভা শুরু হয়েছে। সভাবেশস্থলে উপস্থিত হয়েছেন চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ নির্বাচনি জনসভা শুরু হয়। বক্তব্য রাখছেন স্থানীয় বিএনপি নেতারা।

তারেক রহমানের জনসভাকে কেন্দ্র করে সিলেট নগরীর আলিয়া মাদরাসার জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে। নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগেই জনসভাস্থল ছাড়িয়ে আশপাশের রাস্তাঘাটে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

ভোর থেকেই সিলেট, সুনামগঞ্জসহ আশপাশের জেলাগুলো থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা মাঠে জড়ো হতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লোকে লোকারণ্য হয়ে ওঠে আলিয়া মাদরাসা মাঠ। নেতাকর্মীদের হাতে দলীয় পতাকার পাশাপাশি ধানের শীষের প্রতিকৃতি এবং তারেক রহমানের ছবিসংবলিত ব্যানার-ফেস্টুন দেখা গেছে।

Sylhet-7

এই জনসভার মাধ্যমেই দেশজুড়ে বিএনপির নির্বাচনি কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়। প্রায় দুই দশক পর সিলেটে তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে অভাবনীয় উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। পুরো মাঠ এবং নগরীর গুরুত্বপূর্ণ এলাকা ব্যানার, ফেস্টুন আর দলীয় স্লোগানে মুখর হয়ে উঠেছে।

এই মঞ্চ থেকেই সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন আসনের দলীয় প্রার্থীদের জনগণের সঙ্গে আনুষ্ঠানিক পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান। এছাড়া, আসন্ন নির্বাচন ও চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি নেতা-কর্মীদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন বলে প্রত্যাশা করছেন দলীয় জ্যেষ্ঠ নেতারা।

তারেক রহমানের সফর ও জনসভাকে কেন্দ্র করে সিলেট নগরীতে কড়া নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা লক্ষ করা যাচ্ছে। জনসভাস্থল ও আশপাশের এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

বুধবার রাতে তারেক রহমান আকাশপথে সিলেটে পৌঁছান এবং হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। সিলেটের এই জনসভা শেষে তার সড়কপথে ঢাকা ফেরার পথে মৌলভীবাজার, হবিগঞ্জসহ আরও কয়েকটি জেলায় নির্বাচনি পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে।

তারেক রহমানের বক্তব্য শুনতে নেতাকর্মীসহ সাধারণ মানুষ। সাধারণ মানুষের মধ্যেও ছিল স্পষ্ট কৌতূহল। জিন্দাবাজার এলাকার ব্যবসায়ী আক্তার মিয়া বলেন, ‘টিভি আর ফেসবুকে দেখছি তারেক রহমান নানা প্রতিশ্রুতির কথা বলতেছেন। সিলেটের জন্য আলাদা কিছু থাকব নাকি—এইটা শুনতেই আইছি।

সিলেট জেলা বিএনপির সদস্য সুমন মিয়া বলেন, সিলেট মহাসড়কের অবস্থা খুবই খারাপ। অন্য জায়গায় উন্নয়ন হইলেও আমাদের এখানে তেমন কিছু হয় নাই। মানুষ চায়, ক্ষমতায় গেলে আগে রাস্তাঘাট ঠিক করুক।

সুনামগঞ্জ থেকে আসা দুলু মিয়ার কণ্ঠে উঠে আসে ভিন্ন এক বাস্তবতা। তাঁর ভাষায়, আমাদের সবচেয়ে বড় সমস্যা বন্যা। একটু বৃষ্টি হইলেই সব ডুইবা যায়। এর একটা স্থায়ী সমাধান দরকার। তারেক রহমান বিদেশে ছিলেন—হয়তো উপায় জানেন।

স্থানীয় নেতাকর্মীদের মতে, সিলেটের সঙ্গে তারেক রহমানের সম্পর্ক কেবল রাজনৈতিক নয়, বরং ঐতিহাসিক ও পারিবারিক আবেগেও জড়ানো। বিএনপি প্রতিষ্ঠার পর জিয়াউর রহমান রাষ্ট্রপতি নির্বাচনের প্রচার শুরু করেছিলেন সিলেট থেকে। খালেদা জিয়াও ১৯৯১ সালসহ বিভিন্ন নির্বাচনে এখান থেকেই প্রচারাভিযান শুরু করেছেন। সেই ধারাবাহিকতায় সিলেট থেকেই নিজের নির্বাচনী যাত্রা শুরু করলেন তারেক রহমান। পাশাপাশি এই নগরী তাঁর শ্বশুরবাড়ির এলাকা হওয়ায় ব্যক্তিগত আবেগও যুক্ত হয়েছে।

সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ জনসভায় সভাপতিত্ব করছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন