ভারতীয় শেখ নাছির উদ্দিন বিড়িসহ আটক ছাতকের নাছির উদ্দিন

উপজেলা প্রতিনিধি, ছাতক (সুনামগঞ্জ)
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ২১: ৫৪

সুনামগঞ্জের ছাতকে অভিযান চালিয়ে ৪২ হাজার ভারতীয় ‘শেখ নাছির উদ্দিন বিড়িসহ’ এক ব্যক্তিকে আটক করেছে নৌ-পুলিশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুরে দিকে ছাতক নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মো. এরশাদ আলী ও এএসআই নাইমুন হাসান চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ এই অভিযান পরিচালনা করেন।

নৌ-পুলিশ সূত্রে জানা যায়, ছাতক থানার সুরমা নদীর দক্ষিণ পাড়ের কলাহাটা চৌধুরী ঘাট এলাকা থেকে এই বিপুল পরিমাণ ভারতীয় বিড়ি জব্দ করা হয়েছে। জব্দ ৪২,০০০ (বিয়াল্লিশ হাজার) শেখ নাছির উদ্দিন বিড়ির আনুমানিক মূল্য ৮৪,০০০ (চৌরাশি হাজার) টাকা।

এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে উপজেলার রহমতপুর গ্রামের ছমরু মিয়ার ছেলে নাছির উদ্দিনকে (২৮) আটক করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ছাতক নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, ‘আটক আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত