আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সিলেটে পুকুর থেকে বিপুল পরিমাণ সাদাপাথর উদ্ধার

সিলেট ব্যুরো
সিলেটে পুকুর থেকে বিপুল পরিমাণ সাদাপাথর উদ্ধার

সিলেটের সদর উপজেলার ধোপাগুল এলাকায় বালুর নিচে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ সাদা পাথরের সন্ধান পেয়েছে উপজেলা প্রশাসন। পুকুর ভরাট করে পাথর মজুত করে রাখা হয়েছিল, যার কারণে উপর থেকে দেখে বোঝার উপায় ছিল না।

বৃহস্পতিবার দুপুর থেকে শুরু হওয়া এই অভিযানে ধোপাগুল ও লালবাগ এলাকার পাঁচটি পুকুর থেকে আনুমানিক দেড় লাখ ঘনফুট সাদা পাথর উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইৎ বলেন, “পাথর দিয়ে ভরাট করা পুকুরের সন্ধান পেয়ে আমরা অভিযান চালাই এবং প্রায় দেড় লাখ ঘনফুট সাদা পাথর উদ্ধার করেছি। আমরা যত খনন করছি, ততই পাথর পাওয়া যাচ্ছে।”

তিনি আরও জানান, উদ্ধার করা পাথর ভোলাগঞ্জে পাঠানো হচ্ছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তিনি বলেন, “পুকুরগুলোর মালিকদের পাওয়া গেলে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে এবং তাদের গ্রেফতার করা হবে।” অবৈধভাবে মজুত করা পাথর উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

অভিযানে সিলেট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সরকার মামুনুর রশীদ উপস্থিত ছিলেন। তাকে সহায়তা করেন এপিবিএন সদস্যরা। এক্সক্যাভেটরের সাহায্যে পুকুরগুলো থেকে এসব পাথর উত্তোলন করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন