আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বেড়াতে এসে ছিনতাইয়ের কবলে তিন নারী, উদ্ধার করলো বিজিবি

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

বেড়াতে এসে ছিনতাইয়ের কবলে তিন নারী, উদ্ধার করলো বিজিবি

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রেমা-কালেঙ্গা সীমান্তের জাম্বুরাছড়া সংলগ্ন রিজার্ভটিলা এলাকা থেকে ছিনতাইকারীদের কবল থেকে তিন নারীকে উদ্ধার করেছে বিজিবি ৫৫ ব্যাটালিয়ানের একটি টিম। শনিবার বিকেলে ৫৫ বিজিবির অধীনস্থ কালেঙ্গা বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১৯৫১ থেকে প্রায় ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধারকৃতরা হলেন, মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার হরিণছড়া গ্রামের লতিকা হাজং (৪৩), মীনা দাড়িং (৪৫), শ্রাবণী হাজং (৩৮)।

বিজ্ঞাপন

বিজিবি সূত্র জানায়, স্থানীয় এক যুবক বিষয়টি কালেঙ্গা বিওপিতে জানালে তাৎক্ষণিকভাবে একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা নারীদের ছেড়ে পালিয়ে যায়।

জানা গেছে, তিন নারী শ্রীমঙ্গল থেকে কালেঙ্গা এলাকায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসার পথে ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইকারীরা তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও নগদ ৭ হাজার টাকা ছিনিয়ে নেয়।

৫৫ হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষা আমাদের প্রধান দায়িত্ব হলেও সীমান্ত এলাকায় যেকোনো অপরাধ প্রতিরোধে বিজিবি সবসময় প্রস্তুত। এই ঘটনায় জড়িত ছিনতাইকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত অপরাধ দমনে বিজিবির সঙ্গে এলাকাবাসীর সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সকলকে আহ্বান জানাচ্ছি সীমান্ত এলাকায় যেকোনো অপরাধ বা সন্দেহজনক কর্মকাণ্ড সম্পর্কে বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতা করুন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন