গোয়াইনঘাটে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, গাড়িচালক আটক

উপজেলা প্রতিনিধি, গোয়াইনঘাট (সিলেট)
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৮: ৫৮

সিলেটের গোয়াইনঘাটে সড়ক দুর্ঘটনায় হৃদয় হাসান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরেকজন গুরুতর আহত হয়েছেন।

বিজ্ঞাপন

সোমবার (১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে গোয়াইনঘাট-রাধানগর সড়কের আলমনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হৃদয় উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের ভিত্রিখেল হাওরের মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি রাধানগর ক্রিকেট ক্লাবের সদস্য ছিল। গুরুতর আহত আলম নগর এলাকার ইউনুছ মিয়ার ছেলে সাব্বির (১৮)। তাকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে হৃদয় ও সাব্বির গোয়াইনঘাট-রাধানগর সড়কের আলমনগর এলাকায় মোটরসাইকেল রেখে নামাজ পড়তে যাচ্ছিলেন। এ সময় রাধানগর থেকে গোয়াইনঘাট যাওয়ার পথে দ্রুতগামী একটি মাহিন্দ্র ট্রাক্টর আলমনগর এলাকায় হৃদয় ও সাব্বিরকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তারা পড়ে যান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা হৃদয়কে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় সাব্বিরকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় মাহিন্দ্রা ট্রাক্টরের চালককে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তি উপজেলার রুস্তমপুর ইউনিয়নের উত্তর খলামাধব এলাকার শিশু মিয়ার ছেলে সজিব আহমদ (১৫)।

এ ব্যাপারে থানার পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহতের খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ঘটনায় গাড়ির চালককে আটক করা হয়েছে। এছাড়াও ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রমের প্রক্রিয়া চলছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত