আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সিলেটে পুলিশের চেকপোষ্টে ১০টি এয়ারগান উদ্ধার

সিলেট ব্যুরো

সিলেটে পুলিশের চেকপোষ্টে ১০টি এয়ারগান উদ্ধার

সিলেট তামাবিল মহাসড়কের জৈন্তাপুর থানা পুলিশের একটি চেকপোষ্টে একটি মোটর সাইকেল থেকে ১০ টি এয়ারগান উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, সোমবার ভোর সোয়া ৪টার দিকে ৫নং ফতেপুর ইউনিয়নের অন্তর্গত পাখিটেকি সাকিনস্থ করিচার ব্রীজের উত্তর পাশে সিলেট-তামাবিল মহাসড়কের উপর চেকপোষ্ট স্থাপন করে তল্লাশির সময় ১টি রেজিঃ বিহীন মোটরসাইকেল যোগে ২জন লোক চেকপোষ্টের সামনে আসলে তাদেরকে থামানোর জন্য সংকেত দিলে মোটরসাইকেলসহ ১টি সাদা প্লাষ্টিকের বস্তা ফেলে কৌশলে দৌড়ে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

বস্তা তল্লাশি করে ভারতীয় ৪টি ক্যামো রংয়ের নতুন এয়ারগান ও ৬টি কালো রংয়ের নতুন এয়ারগান এবং আসামীদ্বয়ের ব্যবহৃত ১টি পুরাতন সুজুকি জিক্সার মোটরসাইকেল জব্দ করা হয়।

এ সংক্রান্তে জৈন্তাপুর মডেল থানায় মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন