আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মধ্যনগর ইংরেজি বানানে বিভ্রান্তি, ভোগান্তিতে বিদেশগামীরা

উপজেলা প্রতিনিধি, মধ্যনগর (সুনামগঞ্জ)

মধ্যনগর ইংরেজি বানানে বিভ্রান্তি, ভোগান্তিতে বিদেশগামীরা

দেশের সর্বশেষ ঘোষিত তিনটি উপজেলার একটি সুনামগঞ্জের মধ্যনগর। হাওরবাসীর সরকারি সেবা নিশ্চিত করতে ২০২১ সালের ২৯ জুলাই এই হাওরাঞ্চলকে সরকার উপজেলা হিসেবে ঘোষণা করে। এরপর থেকেই দাপ্তরিক কার্যক্রম শুরু হলেও, শুরু থেকেই এই উপজেলার ইংরেজি বানান নিয়ে দেখা দেয় বিভ্রান্তি। বিভিন্ন দপ্তরে বিভিন্নভাবে বানান ব্যবহার করায় বিদেশগামীসহ সেবাপ্রত্যাশীদের জন্য সৃষ্টি হয়েছে চরম ভোগান্তি।

বিজ্ঞাপন

উপজেলার বাসিন্দা অসীম সরকার জানান, একেক দপ্তরে ‘Madhyanagar’, ‘Maddhonagar’ ও ‘Madhanagar’ নামে ভিন্ন ভিন্ন বানান ব্যবহৃত হচ্ছে। জাতীয় তথ্য বাতায়ন, জন্মনিবন্ধন সার্ভার এবং উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ‘Madhyanagar’ ব্যবহার হলেও, পাসপোর্ট অফিসে ‘Maddhonagar’ এবং পুলিশ ক্লিয়ারেন্সে ‘Madhanagar’ ব্যবহার হচ্ছে। ফলে পাসপোর্ট আবেদনের সময় এবং ভিসা প্রসেসিংয়ে বিদেশগামীদের নানাবিধ জটিলতা দেখা দিচ্ছে।

সম্প্রতি কান্দাপাড়া গ্রামের সোহাগ মিয়া সৌদি আরবে যাওয়ার জন্য যাবতীয় কার্যক্রম সম্পন্ন করেন। কিন্তু ম্যানপাওয়ার আনতে গিয়ে দেখেন, পাসপোর্ট ও পুলিশ ক্লিয়ারেন্সে উপজেলার ইংরেজি নামের বানান ভিন্ন। তাই তার বিদেশযাত্রায় জঠিলতা দেখা দেয়। অনেক দৌড়-ঝাপ করেও এটির সমাধান করতে না পারায় আর বিদেশ যেতে পারেননি।

তিনি বলেন, সব প্রস্তুতি থাকা সত্ত্বেও কেবল বানান ভিন্নতার কারণে আমার বিদেশযাত্রা আটকে গেছে। এতে আমার স্বপ্নভঙ্গ হয়েছে এবং লক্ষাধিক টাকা ক্ষতির মুখে পড়েছি।

ভোগান্তির সমাধানে অসীম সরকার গত ২৮ মে সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালক বরাবর লিখিত আবেদন করেন। তবে দীর্ঘদিন পেরিয়ে গেলেও কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ না করায় গত ১১ জুলাই তিনি ব্যক্তিগত ফেসবুক আইডিতে ক্ষোভ প্রকাশ করে লেখেন, আগামী ২৯ জুলাইয়ের মধ্যে সমস্যার সমাধান না হলে আন্দোলনের ডাক দেওয়া হবে। ওই পোস্টে সুনামগঞ্জ জেলা প্রশাসকও মন্তব্যের মাধ্যমে একমত পোষণ করেন।

এ বিষয়ে জানতে চাইলে সুনামগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-সহকারী পরিচালক মো. আবুল বাশার বলেন, আমরা ডাকযোগে একটি আবেদন পেয়েছি। বানান নির্ধারণে একটি খসড়া তৈরি করা হয়েছে। খুব শিগগিরই এটি হেড অফিসে পাঠানো হবে, যাতে মধ্যনগর নামের বানানটি ঠিক করে দেওয়া হয়।

সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিসের উপ-পরিচালক মো. সালাহ উদ্দিনের মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

মধ্যনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)উজ্জ্বল রায় বলেন, বানানটি সঠিকভাবে সংযোজন করার জন্যে সংশ্লিষ্ট দপ্তরে খুব শিগগিরই চিঠি লেখা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন