সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় ট্রেনের ধাক্কায় একটি হাতি খাদে পড়ে গুরুতর আহত হয়েছে। হাতির মাহুত (রাখাল) আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
শনিবার রাতে ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই বন বিভাগ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা যৌথভাবে হাতিটিকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের অন্ধকারে রেললাইনের পাশ দিয়ে হাতিটি চলাচল করছিল। ওই সময় একটি ট্রেন এসে ধাক্কা দিলে হাতিটি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে পাশের গভীর খাদে পড়ে যায়।
ঘটনার খবর পেয়ে দক্ষিণ সুরমা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
পাশাপাশি বন বিভাগের কর্মকর্তারা হাতিটির অবস্থান শনাক্ত করে নিরাপদে তুলতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন বলে জানান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

