আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বাহুবলে তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন

উপজেলা প্রতিনিধি, বাহুবল (হবিগঞ্জ)

বাহুবলে তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন

হবিগঞ্জের বাহুবলে তীব্র শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। হাড় কাঁপানো ঠান্ডা ও ঘন কুয়াশায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে খেটে খাওয়া মানুষ, দিনমজুর, শিশু ও বৃদ্ধরা।

টানা কয়ক দিনের শীতের প্রকোপে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। গরু-বাছুরসহ গৃহপালিত পশু নিয়ে বিপাকে পড়েছে মানুষ। ব্যাহত হচ্ছে বোরো আবাদ। হাড় কাঁপানো শীতের কারণে জমি চাষ করতে পারছেন না কৃষকেরা।

বিজ্ঞাপন

‎সন্ধ্যা থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশায় আচ্ছাদিত হয়ে পড়ছে বাহুবলের জনপদ। রাতের আঁধারে সড়ক-মহাসড়কে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। গত দুই দিন ধরে দেখা মিলছে না সূর্যের। ফলে কাজে বের হতে পারছেন না শ্রমজীবী মানুষ। কৃষিক্ষেত্রেও শীতের নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে বলে কৃষকেরা জানান।

এদিকে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। শিশু ও বৃদ্ধরা সর্দি-কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টে ভুগছেন। গত এক সপ্তায় উল্লিখিত রোগে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে অনেকে । এদের মধ্যে শিশুর সংখ্যা বেশি।

‎অন্যদিকে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে চরম বিড়ম্বনায় পড়ছে দরিদ্র জনগোষ্ঠী। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ শুরু হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...