নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ সদস্যের বাড়ি মৌলভীবাজারে

উপজেলা প্রতিনিধি, কুলাউড়া (মৌলভীবাজার)
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ১৫: ১১
আপডেট : ২৯ জুলাই ২০২৫, ১৫: ৪৭

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনের একটি বহুতল অফিস ভবনে বন্দুকধারীর গুলিতে নিহত পুলিশ সদস্যের বাড়ি মৌলভীবাজার জেলা। তার বাড়ি জেলার কুলাউড়া উপজেলার পৌর শহরের মাগুরা এলাকায়।

বিজ্ঞাপন

এরআগে সোমবার ২৮ জুলাই স্থানীয় সময় সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এতে সন্দেহভাজন হামলাকারী, পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছেন।

এ দিকে দিদারুল ইসলাম রতন বাংলাদেশি বংশোদ্ভুত বলে জানিয়েছেন সিটি মেয়র এরিক অ্যাডামস। বিভিন্ন সংবাদ মাধ্যমকে তিনি জানান, মিডটাউনে হামলায় পাঁচজন গুলিবিদ্ধ হন, চারজন মারা গেছেন। পুলিশ অফিসার তিন বছরেরও বেশি সময় ধরে নিউইয়র্ক পুলিশে কর্মরত ছিলেন এবং তিনি বাংলাদেশ থেকে আসা একজন অভিবাসী।

দিদারুলের বন্ধু সৈয়দ তানজিব মুজিব ওহী আমার দেশকে জানান, রতনের বাবার নাম আব্দুর রব। মায়ের নাম মিনারা বেগম। ২০০৯ সাল থেকে সপরিবারে তিনি আমেরিকায় বসবাস করছেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত