সিলেট ব্যুরো
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি আগামী শুক্রবার সিলেটে অনুষ্ঠিত হবে। নগরীতে পদযাত্রা শেষে বিকেল ৫টায় নগরীর চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার দুপুরে সিলেটে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির সিলেটের নেতারা।
নগরীর পূর্ব জিন্দাবাজারের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এনসিপির সিলেট জেলার প্রধান সমন্বয়ক নাজিমুদ্দিন শাহান বলেন, আপনারা নিশ্চয়ই জানেন, জাতীয় নাগরিক পার্টি সারা দেশে পদযাত্রা কর্মসূচি পালন করছে। গত ১ জুলাই থেকে শুরু হওয়া এই কর্মসূচির অংশ হিসেবে ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলায় সফলভাবে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আমাদের নেতাকর্মীরা ব্যাপকভাবে এ কর্মসূচিতে অংশগ্রহণ করছেন এবং জনগণের বিপুল সাড়া পাচ্ছেন।
তিনি বলেন, এ কর্মসূচিকে ঘিরে শুরু থেকেই নানা ধরনের অপপ্রচারের চেষ্টা চলেছে। তবে দেশের সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সব ষড়যন্ত্র ও অপপ্রচার ব্যর্থ হয়েছে। দেশের বিভিন্ন স্থানে নেতাদের বরণ করে নিয়েছে। তারই ধারাবাহিকতায় পদযাত্রার অংশ হিসেবে আগামী শুক্রবার পার্টির কেন্দ্রীয় নেতারা বিকেল ৫টায় সিলেটে পৌঁছাবেন।
এতে উপস্থিত থাকবেন গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব প্রমুখ।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি আগামী শুক্রবার সিলেটে অনুষ্ঠিত হবে। নগরীতে পদযাত্রা শেষে বিকেল ৫টায় নগরীর চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার দুপুরে সিলেটে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির সিলেটের নেতারা।
নগরীর পূর্ব জিন্দাবাজারের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এনসিপির সিলেট জেলার প্রধান সমন্বয়ক নাজিমুদ্দিন শাহান বলেন, আপনারা নিশ্চয়ই জানেন, জাতীয় নাগরিক পার্টি সারা দেশে পদযাত্রা কর্মসূচি পালন করছে। গত ১ জুলাই থেকে শুরু হওয়া এই কর্মসূচির অংশ হিসেবে ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলায় সফলভাবে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আমাদের নেতাকর্মীরা ব্যাপকভাবে এ কর্মসূচিতে অংশগ্রহণ করছেন এবং জনগণের বিপুল সাড়া পাচ্ছেন।
তিনি বলেন, এ কর্মসূচিকে ঘিরে শুরু থেকেই নানা ধরনের অপপ্রচারের চেষ্টা চলেছে। তবে দেশের সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সব ষড়যন্ত্র ও অপপ্রচার ব্যর্থ হয়েছে। দেশের বিভিন্ন স্থানে নেতাদের বরণ করে নিয়েছে। তারই ধারাবাহিকতায় পদযাত্রার অংশ হিসেবে আগামী শুক্রবার পার্টির কেন্দ্রীয় নেতারা বিকেল ৫টায় সিলেটে পৌঁছাবেন।
এতে উপস্থিত থাকবেন গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব প্রমুখ।
চলতি বছরের ডিসেম্বরে নির্বাচনি তফসিল ঘোষণা হলে বর্তমান সরকার আর কোনো প্রকল্পের উদ্বোধন করতে পারবে না। সে কারণে দ্রুত পিডি নিয়োগ করে নভেম্বরেই কাজ শুরু করতে হবে। সেটি করা না হলে সারা দেশে এই আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে। প্রয়োজনে চীন টাকা না দিলেও নিজের টাকা দিয়ে কাজ শুরুর দাবি জানান তারা।
১ ঘণ্টা আগেময়মনসিংহের গৌরীপুরে জহিরুল ইসলাম মিঠু হত্যা মামলায় পলাতক দুই ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
২ ঘণ্টা আগেপরিবারের পক্ষ থেকে জানা গেছে, ১১ বছর বয়সে ১৯৩৫ সালে শামসুদ্দিন ব্রিটিশ-ইন্ডিয়ান আর্মিতে যোগ দিয়েছিলেন। তার সৈনিক নম্বর ছিল ৬৪১৪৬০। ১৯৩৯ থেকে শুরু করে ১৯৪৫ সাল পর্যন্ত পুরো ছয় বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ময়দানে ছিলেন এ যোদ্ধা।
২ ঘণ্টা আগেচট্টগ্রামের হাটহাজারী থানার ভেতরে পুলিশের ওপর চড়াও হয়েছেন ইসলামী ছাত্রশিবিরের এক সাবেক নেতা। ঘটনার পর তাকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। আটক মো. রায়হান হাটহাজারি কলেজ শিবিরের সাবেক সভাপতি।
২ ঘণ্টা আগে