সিলেটে এনসিপির পদযাত্রা আগামী শুক্রবার

সিলেট ব্যুরো
প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ২২: ১৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি আগামী শুক্রবার সিলেটে অনুষ্ঠিত হবে। নগরীতে পদযাত্রা শেষে বিকেল ৫টায় নগরীর চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার দুপুরে সিলেটে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির সিলেটের নেতারা।

বিজ্ঞাপন

নগরীর পূর্ব জিন্দাবাজারের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এনসিপির সিলেট জেলার প্রধান সমন্বয়ক নাজিমুদ্দিন শাহান বলেন, আপনারা নিশ্চয়ই জানেন, জাতীয় নাগরিক পার্টি সারা দেশে পদযাত্রা কর্মসূচি পালন করছে। গত ১ জুলাই থেকে শুরু হওয়া এই কর্মসূচির অংশ হিসেবে ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলায় সফলভাবে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আমাদের নেতাকর্মীরা ব্যাপকভাবে এ কর্মসূচিতে অংশগ্রহণ করছেন এবং জনগণের বিপুল সাড়া পাচ্ছেন।

তিনি বলেন, এ কর্মসূচিকে ঘিরে শুরু থেকেই নানা ধরনের অপপ্রচারের চেষ্টা চলেছে। তবে দেশের সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সব ষড়যন্ত্র ও অপপ্রচার ব্যর্থ হয়েছে। দেশের বিভিন্ন স্থানে নেতাদের বরণ করে নিয়েছে। তারই ধারাবাহিকতায় পদযাত্রার অংশ হিসেবে আগামী শুক্রবার পার্টির কেন্দ্রীয় নেতারা বিকেল ৫টায় সিলেটে পৌঁছাবেন।

এতে উপস্থিত থাকবেন গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব প্রমুখ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত