জনগণ বিএনপিকে ভালোবাসে, গুজব ছড়িয়ে লাভ হবে না: মাহবুবুর রহমান

উপজেলা প্রতিনিধি, জামালগঞ্জ (সুনামগঞ্জ)
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৮: ৪৪

কেন্দ্রীয় যুবলদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান বলেছেন, শহীদ জিয়ার আদর্শ ধারণ ও লালন করতে হবে। গণমানুষের সংগঠন বিএনপিতে কোন দুর্নীতি ও চাঁদাবাজের ঠাঁই হবে না। তারেক রহমানের নেতৃত্ব বিএনপি সুসংগঠিত। বিএনপিকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেস্টা করছে। জনগণ বিএনপিকে ভালোবাসে, গুজব ছড়িয়ে লাভ হবে না।

বৃহস্পতিবার জামালগঞ্জ উপজেলার বিষ্ণুপুর, আমানীপুর, আলীপুর, কামধরপুর, জামলাবাজ ও গজারিয়া বাজারে নির্বাচনী গণসংযোগকালে তিনি এ কথা বলেন। মাহবুবুর রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ সংসদীয় আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী।

বিজ্ঞাপন

মাহবুবুর রহমান বলেন বলেন, আপনাদের ভালোবাসা আমাকে অনুপ্রাণিত করে। আপনারাই আমার সাহস ও শক্তি। আপনাদের ভালোবাসা নিয়ে আজীবন মানুষের কল্যাণে কাজ করতে চাই। আমার বিশ্বাস আগামী নির্বাচনে দল আমাকে মূল্যায়ন করবে। ফ্যাসিস্ট আমলে জীবনের ঝুঁকি নিয়ে দলের জন্য কাজ করেছি। ১৭ বছর আন্দোলন সংগ্রামে কখনও পিছনে ছিলাম না, সামনে থেকেই নেতৃত্ব দিয়েছি। তিনি বলেন, তারেক রহমান ৩১ দফার মাধ্যমে রাস্ট্র মেরামতের আগাম বার্তা দিয়েছেন। হাওরাঞ্চলের ঘরে ঘরে তারেক রহমানের সালাম পৌঁছে দিতে হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত