আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শ্রীমঙ্গলে আবুল সরকারের ফাঁসি দাবি

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

শ্রীমঙ্গলে আবুল সরকারের ফাঁসি দাবি
শ্রীমঙ্গলে আবুল সরকারের ফাঁসি দাবি

পবিত্র কুরআন ও মহান আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৮ নভেম্বর) বাদ জুম্মা শ্রীমঙ্গল থানা মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনী পয়েন্টে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে হাজারো ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।

সমাবেশে সর্বদলীয় ইসলামী ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক মুজাহিদুল ইসলাম, নাজমুল ইসলাম সাঈদ, আঞ্জুমানে তালামীযে ইসলামিয়া শ্রীমঙ্গল উপজেলা সেক্রেটারি তোফাজ্জল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

বক্তারা বলেন, আবুল সরকার পবিত্র কুরআন ও আল্লাহকে অবমাননা করে ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে আঘাত করেছে। তারা অবিলম্বে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। এছাড়া মুসলিম সমাজের ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধ রক্ষায় সকলের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন