আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সিলেট-৬ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী এমরান আহমদ চৌধুরী

সিলেট ব্যুরো

সিলেট-৬ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী এমরান আহমদ চৌধুরী

অবশেষে সিলেট- ৬ আসনে (গোলাপগঞ্জ-বিয়ানীবজার) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন এমরান আহমদ চৌধুরী। তিনি সিলেট জেলা বিএনপির জেলার সাধারণ সম্পাদক।

বিজ্ঞাপন

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক চিঠি সিলেট জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা বরাবরে গত ১৭ জানুয়ারি ইস্যু করা হয়েছে।

এই আসনে ২০১৮ সালের নির্বাচনে দলীয় প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ফয়সল আহমদ চৌধুরীও বিএনপির মনোনয়ন দাখিল করে ছিলেন। এ নিয়ে এতোদিন চূড়ান্ত প্রার্থী কে হচ্ছেন তা নিয়ে তুমুল আলোচনা ছিল।

এদিকে, বিএনপির চূড়ান্ত প্রার্থী মনোনীত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, আমি আবারো মহান আল্লাহ তা’লার শুকরিয়া আদায় করছি। আবারো কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার অভিভাবক তারেক রহমানসহ দলের শীর্ষ নেতৃবৃন্দের প্রতি। আমি আমার এ প্রাপ্তিকে উৎসর্গ করছি গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের সম্মানিত সকল ভোটার ও সর্বন্তরের জনগণকে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন