আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সিলেটে রিকশা চালকদের আড়ালে নগরীকে তছনছ করার পরিকল্পনা

দুই বামপন্থীসহ আটক ৯

সিলেট ব্যুরো
সিলেটে রিকশা চালকদের আড়ালে নগরীকে তছনছ করার পরিকল্পনা

সিলেটে ব্যাটারিচালিত রিকশা চালকদের আড়ালে ভাড়াটিয়া লোক এনে নগরীতে তান্ডব, জনমনে আতঙ্ক ও উস্কানির অভিযোগে দুই বাম নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।এই অভিযোগে সব মিলিয়ে ৯ জনকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক দু’নেতা হলেন—বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর (৪৪) এবং সদস্য সচিব প্রণব জ্যোতি পাল (৪০)।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রিকশাচালকদের বিক্ষোভে ভাঙচুর, আতঙ্ক সৃষ্টি ও হামলার ঘটনায় দায়ের করা মামলার ভিত্তিতে তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ঘটনায় মোট নয় জনকে আটক করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হবে।

পুলিশের অভিযোগ, ফ্যাসিস্ট অনুসারীদের অর্থায়ন ও প্ররোচনায় বহিরাগত শ্রমিক এনে বাম সংগঠনের নেতারা বিক্ষোভ আয়োজন করেন। বিক্ষোভকারীরা নগর ভবন ও ডিসি অফিসে হামলা, প্রধান ফটক ভাঙচুর এবং যানবাহন ভাঙচুর করে নগরীতে ব্যাপক তাণ্ডব চালায়।

এদিকে সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরী ব্যাটারিচালিত রিকশা ও হকারদের নগরজীবনের ‘বড় প্রতিবন্ধক’ উল্লেখ করে রোববার (২৮ সেপ্টেম্বর) কোর্ট পয়েন্ট থেকে গণ-পদযাত্রার ঘোষণা দিয়েছেন।

উল্লেখ্য, যানজট ও শৃঙ্খলা ফেরাতে গত ২৪ সেপ্টেম্বর থেকে সিলেট নগরীতে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে প্রশাসন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন