শূন্যরেখা অতিক্রম করে অবৈধভাবে পুশইন অব্যাহত রেখেছে ভারত। দেশটির সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বুধবার ভোরে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ ও জৈন্তাপুর উপজেলার শ্রীপুর সীমান্ত দিয়ে আরো ৩২ জনকে ঠেলে পাঠিয়েছে।
তাদের বাংলাদেশ অভ্যন্তরে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করার সময় আটক করেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
পুশইন করা সবাই বাংলাদেশের নাগরিক উল্লেখ করে বিজিবি জানায়, কাজের সূত্রে বিভিন্ন সময় তারা ভারতে গিয়েছিলেন। পরে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের আটক করে বিএসএফের হাতে তুলে দেয়।
রাতের আঁধারে বিএসএফ সিলেটের কোম্পানীগঞ্জের কালাইরাগে ১৯ ও জৈন্তাপুরের শ্রীপুর সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশইন করে। তাদের বাড়ি যশোর, নড়াইল, সাতক্ষীরা, হবিগঞ্জসহ বিভিন্ন জেলায়।
সিলেটের কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ বলেন, নারী-শিশুসহ ৩২ জনকে পুশইন করা হলে তাদের আটক করে বিজিবি। প্রাথমিক যাচাই-বাছাই শেষে আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে বিজিবি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

