মধ্যনগরে নৌকাডুবিতে শিশুর মর্মান্তিক মৃত্যু

উপজেলা প্রতিনিধি, মধ্যনগর (সুনামগঞ্জ)
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ১১: ৩০
আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ১১: ৪১
প্রতীকী ছবি

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় নৌকাডুবির ঘটনায় আইয়ান (৩) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। সোমবার (১৮ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পিপড়াকান্দা অটোস্ট্যান্ড সংলগ্ন ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আইয়ান জামালগঞ্জ উপজেলার আছানপুর গ্রামের মো. সামায়ুন মিয়ার ছেলে। ওই দিন রাত আটটার দিকে পরিবারের ১০-১২ জন সদস্য একটি ছাদনৌকায় এক আত্মীয়ের জানাজা শেষে বারহাট্টা উপজেলার কামালপুর গ্রাম থেকে বাড়ির উদ্দেশে রওনা দেন। ফেরার পথে পিপড়াকান্দা ব্রিজের নিচে প্রবল স্রোতের তোড়ে নৌকাটি ডুবে যায়।

এ সময় পাশে থাকা লোকজনের সহায়তায় সবাইকে উদ্ধার করা হলেও শিশু আইয়ান গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে দ্রুত ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মধ্যনগর থানার উপপরিদর্শক (এসআই) বিকাশ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত