আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আবারো ১০ রোহিঙ্গাকে পুশইন করলো বিএসএফ

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

আবারো ১০ রোহিঙ্গাকে পুশইন করলো বিএসএফ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার লাতু সীমান্ত দিয়ে আবারো ১০ জন রোহিঙ্গাকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার ভোরে বিজিবি লাতু বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তের করমপুর এলাকা থেকে তাদের আটক করে।

বিজ্ঞাপন

আটককৃতদের মধ্যে ১ জন পুরুষ, ৩ জন নারী এবং ৬ জন শিশু রয়েছে। এ নিয়ে এ সীমান্ত দিয়ে পুশইনের সংখ্যা দাঁড়ালো ৩৭৭ জনে।

সংবাদমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি), পরিচালক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী।

তিনি বিজ্ঞপ্তিতে বলেন, এই রোহিঙ্গারা ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে সীমান্তের পাহাড়ি এলাকায় ঘোরাফেরা করছিলেন। টহল দলের নজরে আসার পর তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, আনুমানিক ৫ বছর আগে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে গিয়েছিলেন কাজের উদ্দেশ্যে। আটককৃতদের পরিচয় যাচাই শেষে তাদেরকে বড়লেখা থানায় হস্তান্তর করা হবে এবং যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন